ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের প্রতিরক্ষা সচিব আক্রান্ত

প্রকাশিত: ০০:৩২, ৫ জুন ২০২০

ভারতের প্রতিরক্ষা সচিব আক্রান্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের প্রতিরক্ষা সচিব অজয় কুমার নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন। আক্রান্ত এ কর্মকর্তা এখন কোয়ারেন্টাইনে আছেন; তার অবস্থা স্থিতিশীল বলেও জানিয়েছেন তারা। খবর রয়টার্সের। সচিবের দেহে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর থেকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাড়ি থেকেই মন্ত্রণালয়ের কাজ সামলাচ্ছেন। রাজনাথের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্তে কোন পরীক্ষা হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। দেশটিতে লকডাউনের বিধিনিষেধ শিথিল হওয়ার পর থেকে দিল্লী ও মুম্বাইয়ের মতো ঘনবসতিপূর্ণ শহরগুলোতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অজয়ের আগে ভারতের অর্থ মন্ত্রণালয়ের চার কর্মীর দেহেও প্রাণঘাতী এ ভাইরাসের উপস্থিতি মিলেছিল। ওই কর্মীদের সংস্পর্শে আসা অর্থ, প্রতিরক্ষা ও আইন মন্ত্রণালয়ের তিন ডজন কর্মীকেও পরে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
×