ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারের বড়লেখায় ইউনিয়ন ভূমি কর্মকর্তার করোনা উপসর্গ নিয়ে মৃত্যু

প্রকাশিত: ১১:৫০, ৩১ মে ২০২০

মৌলভীবাজারের বড়লেখায় ইউনিয়ন ভূমি কর্মকর্তার করোনা উপসর্গ নিয়ে মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার ॥ করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল কালাম আজাদের (৫০) মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করেছে বড়লেখা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল। তিনি বড়লেখা পৌর শহরের পাখিয়ালা চৌমুহনী এলাকার ভাড়া বাসায় শনিবার সন্ধ্যায় মারা যান। কয়েক দিন থেকে তিনি শ্বাসকষ্ট, জ্বর ও হৃদরোগ জনিত সমস্যায় ভুগছিলেন। মৃত ব্যক্তির নিজ বাড়ি কুলাউড়া উপজেলার চাতলগাঁও গ্রামে । রাতে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উক্ত ব্যক্তির পরিবারকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করেছে ।
×