ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

করোনায় ব্রাজিলে আক্রান্ত তিন লাখ ১০ হাজার, সিঙ্গাপুরে ৩০ হাজার

প্রকাশিত: ২১:৫৪, ২৩ মে ২০২০

করোনায় ব্রাজিলে আক্রান্ত তিন লাখ ১০ হাজার, সিঙ্গাপুরে ৩০ হাজার

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের এখন আঁতুড় ঘরে পরিণত হয়েছে ব্রাজিল। সেখানে আক্রান্ত হয়েছে তিন লাখ মানুষ। আর কোভিড-১৯ এ ভারতে একদিনে ৬০৮৮ রোগী শনাক্ত হয়েছে। সিঙ্গাপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। যাদের অধিকাংশই অভিবাসী শ্রমিক। করোনায় এবার মারা গেলেন হোয়াইট হাউসের সাবেক কর্মী উইলসন রুজভেল্ট জেরমান (৯১)। দীর্ঘ পাঁচ দশক দায়িত্ব পালন করা সাবেক পরিচারক উইলসনসহ আরও বেশ কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা কোয়ারেন্টাইনে থেকে করোনার চিকিৎসা নিচ্ছিলেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রে আরও ২৮ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত ও মৃত্যুবিহীন দিন পার করল থাইল্যান্ড। দক্ষিণ আফ্রিকায় ৫০ হাজার প্রাণহানির শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। খবর বিবিসি, সিএনএন, এনডিটিভি, ইন্ডিপেন্ডেন্ট, ওয়াশিংটন পোস্ট, গার্ডিয়ান, নিউইয়র্ক টাইমস, আলজাজিরা, স্ট্রেইট টাইমস ও ওয়ার্ল্ডোমিটারের। করোনা সম্পর্কিত সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা বেড়ে ৫২ লাখ ১৮ হাজার ৭১১ জনে দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত মারা গেছেন তিন লাখ ৩৫ হাজার ৭২ জন। সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ৯৭ হাজার ১২৯ জন। মহামারী করোনার ব্রাজিলে শনাক্তে পর্যাপ্ত পরীক্ষা না হওয়ায় আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যা সরকারী হিসাবের চেয়ে অনেক বেশি হতে পরে বলে অনুমান করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে সংক্রমণ সর্বোচ্চ শিখরে পৌঁছাতে আরও অন্তত কয়েক সপ্তাহ লাগতে পারে। মৃত্যুর সংখ্যায় দেশটি শীঘ্রই স্পেন, ইতালি ও ফ্রান্সকে ছাড়িয়ে যাবে বলেও আশঙ্কা তাদের। আক্রান্ত-মৃত্যুর এমন উল্লম্ফনের দক্ষিণ আমেরিকার এ দেশটির কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট জেনর বোলসোনারো বিধিনিষেধ শিথিলে বিভিন্ন প্রদেশের গবর্নরদের প্রতি ধারাবাহিকভাবে আহ্বান জানিয়ে যাচ্ছেন। সমালোচকদের ভাষ্য, অর্থনীতি সচলের দিকে বেশি মনোযোগ দিতে গিয়ে প্রেসিডেন্ট সংক্রমণ বৃদ্ধির ঝুঁকিকে অবজ্ঞা করছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা উপেক্ষা করে ডানপন্থি এ প্রেসিডেন্ট করোনা চিকিৎসায় ম্যালেরিয়া রোগে ব্যবহৃত হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ ব্যবহারে চিকিৎসকদের ওপর চাপও বাড়াচ্ছেন। ব্রাজিলের পাশাপাশি পেরু, চিলিসহ দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশগুলোতেও কোভিড-১৯ এ আক্রান্ত-মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে। এ কারণে যুক্তরাষ্ট্রের পর এ অঞ্চলই ভাইরাস প্রাদুর্ভাবের নতুন কেন্দ্র হতে যাচ্ছে বলে অনেকে আশঙ্কা করছেন। ব্রাজিলে আরও ১১৮৮ মৃত্যু ॥ প্রাণঘাতী করোনায় এখন পর্যন্ত ২০ হাজারের বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ১৮৮ জনের মৃত্যু হয়েছে। একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৫৬৪ জন। ফলে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা তিন লাখ ১০ হাজার ৯২১। অপরদিকে, এখন পর্যন্ত মারা গেছেন ২০ হাজার ৮২ জন। এর মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ২৫ হাজার ৯৬০ জন। করোনার এ্যাক্টিভ কেস এক লাখ ৬৪ হাজার ৮৭৯। যাদের মধ্যে আট হাজার ৩১৮ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। গত কয়েকদিনে দেশটিতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। ভারতে আরও ১৪৮ ॥ ভারতে ২৪ ঘণ্টার ব্যবধানে আরও ছয় হাজার ৮৮ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। দেশটিতে এর আগে একদিনে এত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়নি। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার পর্যন্ত প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত আরও ১৪৮ জনের মৃত্যুর খবরও নিশ্চিত করেছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ এ মোট মৃত্যু তিন হাজার ছয় শ’তে দাঁড়িয়েছে বলে সরকারী হিসাবে জানা গেছে। সিঙ্গাপুরে আক্রান্ত ৩০ হাজার ছাড়াল ॥ সিঙ্গাপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে অধিকাংশই অভিবাসী। সেখানে প্রতিদিনই শত শত অভিবাসী করোনায় আক্রান্ত হচ্ছেন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৪২৬। এর মধ্যে মারা গেছেন ২৩ জন। দেশটিতে আক্রান্তদের মধ্যে অধিকাংশই সেখানকার ডরমিটরিতে বসবাসরত অভিবাসী শ্রমিক। যুক্তরাষ্ট্রে আরও ১৪১৮ ॥ যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণে মারা গেলেন হোয়াইট হাউসে দীর্ঘ পাঁচ দশক দায়িত্ব পালন করা উইলসন ১৯৫৭-২০১২ পর্যন্ত দীর্ঘ ক্যারিয়ারে যুক্তরাষ্ট্রের ১১ জন প্রেসিডেন্টের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছিল জেরমানের। প্রথমে হোয়াইট হাউসের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ নিয়েছিলেন তিনি। পরে কাজ করেছেন দারোয়ান হিসেবেও। আক্রান্ত-মৃত্যুহীন দিন পার থাইল্যান্ডে ॥ থাইল্যান্ডে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে কারও মৃত্যু হয়নি। এমনকি নতুন করে কেউ এই ভাইরাসে আক্রান্তও হয়নি। সারাবিশ্বের করোনা আতঙ্কের মধ্যে থাইল্যান্ডে একদিনে আক্রান্ত ও মৃত্যুর কোন ঘটনা না ঘটায় কিছুটা স্বস্তি মিলেছে। দেশটিতে গত কয়েকদিনে আক্রান্ত ও মৃত্যু অনেক কমতে দেখা গেছে। এখন পর্যন্ত দেশটিতে মোট তিন হাজার ৩৭ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৫৬ জন। সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ৯১০ জন। বর্তমানে করোনার এ্যাক্টিভ কেস ৭১। ৬১ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
×