ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যাত্রী পরিবহনে নতুন এ্যাপ ‘যাবো’

প্রকাশিত: ১৯:২৬, ২৩ মে ২০২০

যাত্রী পরিবহনে নতুন এ্যাপ ‘যাবো’

আইটি ডট কম প্রতিবেদক ॥ বাংলাদেশের প্রথম মোবাইল এ্যাপভিত্তিক গণপরিবহন ‘যাবো’। এয়ার কন্ডিশন্ড মাইক্রোবাসে এ্যাপের মাধ্যমে সিট বুক করতে হয়। ধাক্কাধাক্কি না করে, লম্বা লাইনে না দাঁড়িয়ে, এ্যাপের সাহায্যে সিট বুক করে গাড়িতে চড়তে পারে Jabo Apps ব্যবহারকারীরা। আপাতত তিনটি রুটে চললেও ঈদের পর সার্বিক পরস্থিতি স্বাভাবিক হলে বড় পরিসরে ৩৫টি রুটে যাবোর ১৪০টি গাড়ি চলবে। দক্ষ এবং অভিজ্ঞ চালকের তত্ত্বাবধানে শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি সার্বক্ষণিক সিসি ক্যামেরায় ট্র্যাক করার ব্যবস্থা থাকছে যাবো এ্যাপের প্রতিটি গাড়িতে। ফলে Jabo-তে ভ্রমণ করা নারী-পুরুষ সবার জন্যই নিরাপদ। এছাড়া থাকছে ফ্রি ওয়াইফাই, বই, মিউজিক এবং যাত্রাপথে পানি পানের সুব্যবস্থা। গণপরিবহনের ভোগান্তি এড়িয়ে অফিস, কলেজ, ইউনিভার্সিটি গামীদের নিরাপদ, আরামদায়ক, সাশ্রয়ী এবং উন্নত যাত্রীপরিবহন সেবা দেয়াই যাবো টিমের লক্ষ্য। বাংলাদেশের নাজুক পরিবহন ব্যবস্থায় জনসাধারণের একমাত্র চাহিদা নিরাপদ সড়ক। সড়ক নিরাপদ তখনই হবে যখন যাত্রীরা যানবাহনে নিরাপদে ভ্রমণ করার নিশ্চয়তা পাবে। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে এসেছে ‘যাবো’ এ্যাপের প্রতিষ্ঠাতা রাফাত রহমান। বাংলাদেশের সেবামূলক স্টার্টআপগুলোর মধ্যে ‘পার্কিং কই’ বহুল পরিচিত এক নাম। ২০১৭ থেকে পার্কিং কই-এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রাফাত রহমান তার টিম নিয়ে দেশের গাড়ি পার্কিং সমস্যা সমাধানে সাফল্যের সঙ্গে কাজ করছেন। টুলবক্স নামে আরও একটি সফল সেবামূলক স্টার্টএ্যাপের কর্ণধার তিনি। টুলবক্স গাড়ি সার্ভিসিং সংক্রান্ত সকল সমস্যার সমাধান দিয়ে থাকে। তাই বলা যায়, ২০১৭ থেকেই পরিবহন সেক্টরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে যাবো এ্যাপের প্রতিষ্ঠাতার। যাবো এ্যাপ বাংলাদেশের প্রেক্ষাপটে বলা যায় এক যুগান্তকারী উদ্যোগ। ইন্সটল করার পর Jabo Apps যেভাবে ব্যবহার করবেন: আপনি যাবো এ্যাপের ফিচারগুলো দেখতে পাবেন- 1. sign up Ges sign in, 2. Find ¸ Vehicle Ges Seat Booking, 3. Tracking, 4. ব্যালেন্স / ক্রেডিট Load করা যাবো-এর ওয়েবসাইট : https://jabo.app/,যাবো ফেসবুক পেজ : https:/www.facebook.com/jabo.durey/
×