ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ মানেই বাঁহাতি স্পিনার!

প্রকাশিত: ০০:১৪, ২২ মে ২০২০

বাংলাদেশ মানেই বাঁহাতি স্পিনার!

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের কথা ভাবলেই কেভিন পিটারসেনের নাকি বাঁ হাতি স্পিনারের কথা মনে পড়ে। বাংলাদেশ সফরে আসার অভিজ্ঞতা রয়েছে পিটারসেনের। বাংলাদেশের কথা মনে হলেই এই সাবেক ইংলিশ অধিনায়কের চোখে ভেসে ওঠে বাঁহাতি স্পিনারদের। সম্প্রতি জিম্বাবুইয়ের সাবেক পেসার পমি মাঙ্গুয়ার সঙ্গে ইনস্টাগ্রাম আড্ডায় এ কথা বলেছেন তিনি। পিটারসেন বলেন, ‘বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে খেলা সত্যিকার অর্থেই কঠিন। তাদের বাঁহাতি স্পিনারদের খেলা আমার জন্য বেশ কঠিন। তাদের প্রত্যেক বোলারই যেন বাঁহাতি স্পিনে পাকা। ওখানকার বিমানে উঠেও মনে হয় তারাও যেন বাঁহাতি স্পিন বোলিং চর্চা করছে। বাংলাদেশ নিয়ে ভাবতে গেলেই আমার সামনে বাঁহাতি স্পিনার ভেসে উঠে।’
×