ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈদ উৎসবের চেয়ে জীবন রক্ষা জরুরী ॥ নাসিম

প্রকাশিত: ২১:৫৯, ২১ মে ২০২০

ঈদ উৎসবের চেয়ে জীবন রক্ষা জরুরী ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ ঈদ উৎসবের চেয়ে জীবন রক্ষা অতীব জরুরী মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, করোনাভাইরাস আতঙ্ক সামনে রেখে ঈদের কোন উৎসব হতে পারে না। যদি জীবন রক্ষা করতে হয়, ঈদ মার্কেট হাট বাজার এবং বাইরে ঘোরাফেরা বন্ধ করতে হবে। গ্রামে কমবেশি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করলেও ঢাকা এবং বড় বড় শহরগুলোতে ঈদ মার্কেটের নামে এক শ্রেণীর অর্বাচীন মানুষ ঈদে কেনাকাটা ও ঘরে ফেরার প্রতিযোগিতা শুরু করেছে। এই প্রতিযোগিতা করোনাভাইরাসকে সামাজিক পর্যায়ে ভয়ঙ্কর দিকে ঠেলে দিচ্ছে এবং দেশ বিপর্যয়ের মুখে পড়বে। তিনি বুধবার সকাল ১১টায় কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে তার ব্যক্তিগত অর্থায়নে ‘ঈদ উপহার’ সেমাই, ময়দা, চিনিসহ খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত কর্মহীন শ্রমজীবী মানুষের উদ্দেশে এ কথা বলেন। তিনি বলেন, শহীদএম মনসুর আলীর পরিবার সিরাজগঞ্জ-কাজিপুরের মানুষের সুখে-দুঃখে সবসময় কাছে ছিল, এখনও আছি এবং ভবিষ্যতে থাকব। তিনি জোর দিয়ে বলেন, এমন দুর্যোগের মধ্যে বারবার এলাকায় ফিরে আসছি একটি কারণে তা হলো স্থানীয় প্রশাসন এবং দলের নেতাকর্মীদের সাহস জোগান এবং উৎসাহিত করার পাশাপাশি আমাদের প্রিয় জনগণকে সাহায্য সহযোগিতা করার জন্য।
×