ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান

প্রকাশিত: ০১:১৩, ১৯ মে ২০২০

ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের দাপটের মাঝেই আড়মোড়া দিয়ে জেগে উঠতে যাচ্ছে বিশ্ব ক্রিকেট। এ মাসে ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে একটি প্রাদেশিক ঘরোয়া টুর্নামেন্ট, আগামী মাসে অস্ট্রেলিয়ায়। বড় খবর হলো জুলাইয়ে নিয়ম মেনে শ্রীলঙ্কা সফরে যেতে রাজি হয়েছে মোড়ল দেশ ভারত। একই মাসে ইংল্যান্ডে যাবে উপমহাদেশের আরেক পরাশক্তি পাকিস্তান। দু’দেশের গুরুত্বপূর্ণ দুই বোর্ড কর্তার তরফ থেকে এমন খবর জানানো হয়েছে। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অবশ্য বলছে, সরকারের অনুমতি মিললে তবেই হবে এ সফর। উল্লেখ্য, ২৫ মের পর থেকে ভারতে ক্রমশ লকডাউন উঠে যাওয়ার কথা। বিসিসিআইর কোষাধ্যক্ষ অরুন ধুমাল বলেন, ‘এটি পুরোপুরি লকডাউন শিথিলকরণ এবং ভ্রমণ বিধিনিষেধ সম্পর্কিত সরকারী নির্দেশনার উপর নির্ভর করবে। সুরক্ষা এবং স্বাস্থ্যের সঙ্গে কোন ঝুঁকি না থাকলে আমরা সফরের জন্য প্রস্তুত।’ সূচী অনুযায়ী তিন ওয়ানডে এবং তিনটি টি২০ খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ভারতকে। করোনায় এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভাল অবস্থায় শ্রীলঙ্কা। আর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেছেন, ‘ইসিবির সঙ্গে আমাদের সবকিছু নিয়ে বিশদ আলোচনা হয়েছে। নীতিগতভাবে জুলাইয়ে ইংল্যান্ডে আমারা দল পাঠাতে রাজি হয়েছি।’ খেলা হবে দর্শকশূন্য স্টেডিয়ামে, যে স্টেডিয়ামগুলোর সঙ্গে হোটেল আছে। ‘কোন খেলোয়াড় যদি যেতে না চায়, তার সিদ্ধান্ত আমরা মেনে নেব আর তার বিরুদ্ধে কোন শাস্তিুমূলক ব্যবস্থা নেয়া হবে না’- জানিয়ে ওয়াসিম বলেছেন, যদিও তিনি জানেন প্রতিটি খেলোয়াড়ই ইংল্যান্ড সফরে যেতে চাইবেন। জুলাইয়ের প্রথম সপ্তাহে চারটি ভাড়া করা বিমানে ইংল্যান্ডে যাবেন ২৫ ক্রিকেটার, সেখানে গিয়েই থাকতে হবে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে। ম্যানচেস্টার এবং সাউদাম্পটন সম্ভবত টেস্ট সিরিজের ভেন্যু হচ্ছে, খুব শীঘ্রই তৃতীয় ভেন্যুর নাম জানা যাবে।
×