ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাউফলে ঝড়ে ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ২০:০৩, ৯ মে ২০২০

বাউফলে ঝড়ে ব্যাপক ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৮ মে ॥ ঝড়ে বাউফলে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কাঁচাঘর বিধস্ত হয়েছে। উপড়ে গেছে সহস্রাধিক গাছপালা। ফসল ও বিদ্যুত সেক্টরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার রাতে কাল বৈশাখী ঝড়ে সাবুপুরা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ভবনের টিনের চালা উড়ে গেছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষ, শিক্ষক মিলনায়তন, প্রধান শিক্ষকের কক্ষ। ফাটল দেখা দিয়েছে ওই ভবনের বিভিন্ন অংশে। পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে শিক্ষা বোর্ডের এসএসসি বার্ষিক পরীক্ষার উত্তরপত্র, সি সি ক্যামেরা ও একাধিক কম্পিউটার। এছাড়াও নাজিরপুর ইউনিয়নে স্বহিস্যা দাখিল বালিকা মাদ্রাসার টিনশেড ঘরসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে। রবি ফসলের মধ্যে সূর্যমুখী, ভুট্টা ও মুগডাল নানা ধরনের সবজির বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে।
×