ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফ্রান্সে দৈনিক মৃত্যু ও আক্রান্ত কমেছে

প্রকাশিত: ২১:১৪, ২৯ এপ্রিল ২০২০

ফ্রান্সে দৈনিক মৃত্যু ও আক্রান্ত কমেছে

ফ্রান্স সরকার মঙ্গলবার জানিয়েছে, দেশটিতে মহামারী করোনাভাইরাসে নতুন করে আরও ৩৬৭ জন প্রাণ হারিয়েছে। এ নিয়ে ১ মার্চ থেকে কোভিড-১৯ ভাইরাসে দেশটির মৃতের সংখ্যা বেড়ে মোট ২৩ হাজার ৬৬০ জনে দাঁড়াল। তবে, আইসিইউতে রোগীর সংখ্যা হ্রাস অব্যাহত রয়েছে। খবর এএফপি ও বিবিসির। খবরে বলা হয়, প্রাত্যহিক মৃতের সংখ্যা সোমবারের চেয়ে কমেছে। সোমবার দেশটিতে মৃতের সংখ্যা ছিল ৪৩৭ জন। এদিকে, ফ্রান্স সরকার আগামী ১১ মে থেকে দেশে আরোপ করা করোনাভাইরাস সংক্রান্ত লকডাউন সতর্কতার সঙ্গে তুলে নেয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। স্বাস্থ্য বিভাগ জানায়, আগের দিনের তুলনায় ফ্রান্সের আইসিইউতে করোনা রোগীর সংখ্যা ২২১ জন হ্রাস পেয়েছে। গত ডিসেম্বরে চীনে মহামারী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বিশ্বের ১৯৩ দেশ ও ভূখ-ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৬ লাখ ৭৫ হাজার ৫০ জনে দাঁড়িয়েছে। এক্ষেত্রে কমপক্ষে ৭ লাখ ৮ হাজার ৪০০ জন করোনা মুক্ত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য থেকে এএফপি’র সংগ্রহ করা উপাত্ত ব্যবহার করে তৈরি করা এ পরিসংখ্যান করোনাভাইরাসের প্রকৃত আক্রান্তের সংখ্যার কেবলমাত্র একটি আংশিক প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে। কেননা, বিশ্বের অনেক দেশ কেবলমাত্র গুরুতর আক্রান্ত লোকদেরই করোনা পরীক্ষা করছে। কোভিড-১৯ ভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।
×