ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ভারতে আক্রান্তদের প্লাজমা দিচ্ছে তবলীগ সদস্যরা

প্রকাশিত: ২১:১৪, ২৯ এপ্রিল ২০২০

ভারতে আক্রান্তদের প্লাজমা দিচ্ছে তবলীগ সদস্যরা

ভারতে করোনাভাইরাসের বিস্তারের জন্য যে তবলীগ জামাতের সদস্যদের দায়ী করা হচ্ছিল এবার তারাই এ ভাইরাস আক্রান্তদের চিকিৎসায় সহায়তা করতে এগিয়ে এসেছেন। দেশটির রাজধানী দিল্লীতে কোভিড-১৯ থেকে সেরে ওঠা ২শ’রও বেশি তবলীগ জামাত সদস্য করোনাভাইরাস আক্রান্ত অন্যদের চিকিৎসায় প্লাজমা দিতে চেয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে গত রবিবার ১০ জন তবলীগ সদস্য প্লাজমা দিয়েছেন। এর মধ্যে ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্য থেকে ফারুক নামের একজনও প্লাজমা দেন। তিনি বলেন, আমাদের মধ্যে কিছু মানুষের করোনাভাইরাস পজিটিভ আসার পর গণমাধ্যমে আমাদেরকে হেয় করা হয়েছে। কিন্তু আল্লাহর ওয়াস্তে এই প্লাজমা দান আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে। দিল্লীর নিজামুদ্দিন এলাকার একটি মসজিদের তবলীগ জামাতে যোগ দেয়া শ’ শ’ মানুষের শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতে বেড়ে গিয়েছিল মুসলিম বিদ্বেষ। ৮ থেকে ১০ মার্চ পর্যন্ত মসজিদটিতে বড় ধরনের ওই জমায়েতে যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে খুঁজে বের করতে রাজ্যগুলোকে নির্দেশ দেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। -এনডিটিভি
×