ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১২ হাজার অসহায় পরিবারের পাশে আব্বাস দম্পতি

প্রকাশিত: ১০:২৮, ২৪ এপ্রিল ২০২০

১২ হাজার অসহায় পরিবারের পাশে আব্বাস দম্পতি

স্টাফ রিপোর্টার ॥ মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কাজ হারানো ১২ হাজার অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে মির্জা আব্বাস দম্পতি। বৃহস্পতিবার থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস তাদের সংসদীয় আসন ঢাকা-৮ ও ঢাকা-৯ এলাকার অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। তাদের দেয়া খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও লবণ। বৃহস্পতিবার মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস রাজারবাগ, শান্তিনগর, চামেলিবাগ, পল্টন, বায়তুল মোকাররম, স্টেডিয়াম ও গুলিস্তান এলাকায় অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। তাদের সংসদীয় আসনের অন্য এলাকাগুলোতেও পর্যায়ক্রমে অসহায়দের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়া হবে বলে জানানো হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলেরর সভাপতি রফিকুল আলম মজনুর তত্ত্বাবধানে মির্জা আব্বাস ও আফরোজা আব্বাসের পক্ষে বৃহস্পতিবার ত্রাণসামগ্রী বিতরণের দায়িত্ব পালন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি আনভীর আদেল খান বাবু, পল্টন থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম আব্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মুঈদুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক এমরান।
×