ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনা মোকাবেলায় তরুণ সমাজকে সম্পৃক্ত করছে এটুআই ও রবি

প্রকাশিত: ০৯:০৮, ২০ এপ্রিল ২০২০

 করোনা মোকাবেলায় তরুণ সমাজকে সম্পৃক্ত করছে এটুআই ও রবি

স্টাফ রিপোর্টার ॥ মহামারী করোনা মোকাবেলায় এবার তরুণ সমাজকে সম্পৃক্ত করেছে এসপায়ার টু ইনোভেট (এটুআই) ও রবি। করোনা মোকাবেলায় তরুণদের উদ্ভাবনী ধারণা কাজে লাগানোর জন্যে ‘আইডিয়া ফর গুডনেস’ নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে যৌথভাবে কাজ শুরু করেছে তথ্যপ্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম। এটুআইকে এই প্রোগ্রামে সহযোগিতা দিচ্ছে মোবাইল অপারেটর রবি। তথ্যপ্রযুক্তি বিভাগ জানিয়েছে, করোনাভাইরাস মোকাবেলায় নতুন এই প্ল্যাটফর্মের ধারণাগুলো হতে পারে চিকিৎসা সম্পর্কিত, উদ্ভাবনী প্রযুক্তির কিংবা সামাজিক গতিশীলতাসহ যে কোন ধারণা। যা মহামারী করোনা মোকাবেলায় দেশের মানুষকে সহায়তা করতে পারে। প্রথাগত প্রতিযোগিতার বাইরে এই প্রতিযোগিতাটির বিশেষত্ব হচ্ছে ধারণা প্রদানকারীদের মধ্যে বিজয়ীরা এটুআই ও রবির কর্মকর্তাদের সঙ্গে কাজ করে তা বাস্তবায়নের সুযোগ পাবেন। দেশে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এক নতুন মাত্রা যোগ হয়েছে। সরকারের প্রথাগত মাধ্যমের পাশাপাশি গণমাধ্যমেও তাদের অবদানের বিষয়টি তুলে ধরা হবে। করোনা দুর্যোগে তরুণ সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই ধারণা থেকেই তথ্যপ্রযুক্তি বিভাগ তরুণদের এই প্রোগ্রামে যুক্ত করেছে। সূত্র জানিয়েছে ‘আইডিয়া ফর গুডনেস’ ট্যাবের আওতায় রবি চ্যাটবটের মাধ্যমে অংশগ্রহণকারীদের তাদের পোস্টের লিঙ্কটিসহ নাম ও যোগাযোগের নম্বর জমা দিতে হবে। যেকোন মোবাইল অপারেটরের সেবা ব্যবহারকারী তরুণ ক্যাম্পেনটিতে অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীদের বয়সসীমা ১৮ থেকে ৩৫ বছর। অংশগ্রহণকারীদের জমা দেয়া আইডিয়াগুলো হতে হবে নতুন ও নিজস্ব ধারণাপ্রসূত এবং অন্য কোন ধারণার নকল হতে পারবে না। সময়োপযোগী এই ক্যাম্পেন সম্পর্কে রবির ম্যানেজিং ডিরেক্টর এ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘জাতীয় দুর্যোগে তরুণরা আমাদের বিমুখ করেননি। এজন্য বর্তমান মহামারী পরিস্থিতি মোকাবেলায় আমরা তরুণদের সম্পৃক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বিশ্বাস তাদের অন্যান্য ও উদ্ভাবনী ধারণা আমাদের চলমান সঙ্কট কাটিয়ে উঠতে সহায়ক হবে। এই জরুরী উদ্যোগে হাত বাড়ানোর জন্য আইসিটি বিভাগ, এটুআই এবং অন্যান্য অংশীদার সংস্থাগুলোর কাছে আমরা কৃতজ্ঞ। দেশের তরুণসমাজের নেতৃত্বের করোনা মোকাবেলা করা সম্ভব হবে।
×