ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২৬ দিন পর অফিস শুরু করলেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো

প্রকাশিত: ২২:৫১, ৯ এপ্রিল ২০২০

২৬ দিন পর অফিস শুরু করলেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো

অনলাইন রিপোর্টার ॥ ২৬ দিন পর আবারও অফিস শুরু করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বুধবার (৮ এপ্রিল) থেকে তিনি আবারও তার নিজ কার্যালয়ে বসতে শুরু করেন। করোনা ভাইরাস প্রকোপের কারণে গত ১২ মার্চ থেকে ‘ওয়ার্ক এট হোম’ বা ঘরে বসে রাষ্ট্রীয় সব কাজ সামলিয়েছেন জাস্টিন ট্রুডো। নিজ বাড়ির সামনেই তিনি প্রতিদিন সংবাদ সম্মেলনও করেছেন। ট্রুডোর স্ত্রী সোফি ট্রুডো করোনায় আক্রান্ত হওয়ার কারণে তিনি নিজে থেকেই ১৪ দিনের আইসোলেশনে গিয়েছিলেন। এরপর থেকেই তিনি ঘরে বসে দাফতরিক কাজ সেরেছেন। প্রায় এক মাস দপ্তরে ফিরেই করোনা ভাইরাসের কারণে তার সরকার পরবর্তী পদক্ষেপ ও অর্থনৈতিক বিষয়ে সরকারের উচ্চপদস্থদের সঙ্গে বৈঠকও করেছেন। তিনি ওই বৈঠকে বলেছেন, সংসদের অধিবেশন আবারও শুরু হবে। যেসব সংসদ সদস্যরা সশরীরে উপস্থিত হতে পারবেন না, তারা চাইলে ঘরে বসে ভার্চুয়ালি সংসদ অধিবেশনে যোগ দিতে পারবেন। সূত্র: বিবিসি
×