ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

১৮ এপ্রিল সংসদ অধিবেশন

প্রকাশিত: ১০:৩৮, ৭ এপ্রিল ২০২০

১৮ এপ্রিল সংসদ অধিবেশন

সংসদ রিপোর্টার ॥ সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নিয়ম রক্ষায় করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই বসছে সংসদের সপ্তম অধিবেশন। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আগামী ১৮ এপ্রিল শনিবার বিকেল ৫টা থেকে শুরু হবে সংসদ অধিবেশন। সোমবার রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেছেন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এ অধিবেশনটি ডাকা হয়েছে। সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আগামী ১৮ এপ্রিল সংসদের সপ্তম অধিবেশন আহ্বান করেছেন। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ কার্যদিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে আগামী ১৮ এপ্রিলের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে। কারণ চলতি সংসদের সর্বশেষ ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। এ ব্যাপারে সংসদ সচিবালয়ের অভিজ্ঞ কর্মকর্তাদের মতে, ৬০ কার্যদিবসের মধ্যে অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। ৬০ দিনের এই বাধ্যবাধকতা এড়িয়ে যাওয়ার মতো কোন নির্দেশনা সংবিধানে নেই। তবে করোনাভাইরাসের প্রকোপের মধ্যে এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া অধিবেশন চলাকালীন মানুষের সমাগম এড়াতেও কিছু বিশেষ পদক্ষেপ নেয়া হতে পারে। আর অধিবেশনের মেয়াদ কতদিন হবে সে বিষয়ে কার্যোপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত হবে। সংসদ সচিবালয় সূত্র জানায়, বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে সংসদের এই অধিবেশন হবে অত্যন্ত সংক্ষিপ্ত। এক অথবা দুই কার্যদিবস চলতে পারে সপ্তম সংসদ অধিবেশন। আর করোনাভাইরাস সংক্রান্ত সব স্বাস্থ্যবিধি মেনেই সংসদ সদস্যরা অধিবেশনে বসবেন। এখন ঢাকা আছেন এমন সংসদ সদস্যদের শুধু সংসদ অধিবেশনে উপস্থিত থাকার জন্য উৎসাহ দেয়া হবে। তবে সংসদে প্রবেশের সময় এমপিসহ সকলের তাপমাত্রা মাপা হবে। এদিকে, করোনাভাইরাসের কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ডাকা সংসদের বিশেষ অধিবেশনটি শেষ পর্যন্ত বাতিল করা হয়। গত ২২ মার্চ জাতীয় সংসদে এই বিশেষ অধিবেশন বসার কথা ছিল। এই অধিবেশনে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এবং নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভা-ারি সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ দেয়ার কথা ছিল। দুই কার্যদিবস চলার কথা ছিল এই বিশেষ অধিবেশন। কিন্তু করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সকল প্রস্তুতি গ্রহণের পরও শেষ পর্যন্ত অধিবেশনটি স্থগিত করা হয়।
×