ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ২০ মিনিটেই খাদ্য সহায়তা

প্রকাশিত: ০৮:১৩, ৫ এপ্রিল ২০২০

  রাজশাহীতে ২০ মিনিটেই খাদ্য সহায়তা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ করোনা পরিস্থিতি মোকাবেলায় খাদ্য সহায়তা দিতে হটলাইন চালু করেছেন জেলা প্রশাসক মোঃ হামিদুল হক। খাদ্য সহায়তা না পেলে তার দফতরের নম্বরে ফোন করার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার রাতে তিনি তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে করোনায় কর্মহীনদের প্রতি এ আহ্বান জানান। ফেসবুকে তিনি লিখেন, প্রিয় রাজশাহীবাসী, খাদ্য সহায়তা প্রয়োজন এমন কোন পরিবার এখন পর্যন্ত সরকারী/বেসরকারী খাদ্য সহায়তা না পেলে নি¤েœাক্ত নম্বরে নাম ঠিকানা ও মোবাইল নম্বরসহ কল বা এসএমএস করুন। জেলা প্রশাসন আপনার পাশেই আছে। সেখানে মোবাইল নং ০১৭১৭৬০৯০৫৩ তুলে ধরা হয়। জেলা প্রশাসকের দফতর থেকে জানানো হয়েছে, রাজশাহীতে পর্যাপ্ত খাবার মজুদ রয়েছে। কেউ অনাহারে থাকবে না। মধ্যম শ্রেণীর ব্যক্তিরা যারা লাইনে দাঁড়িয়ে খাবার নিতে পারবেন না বা যারা চাইতে পারেন না তারাও জেলা প্রশাসকের দফতরে ফোন করলেই খাবার পৌঁছে যাবে তাদের বাড়িতে। এদিকে নম্বরটি প্রকাশ করার পর জেলার বাঘা উপজেলার এক ছাত্র এসএমএস করার ২০ মিনিট পর ত্রাণ পেয়েছেন। উপজেলার আমোদপুর গ্রামের কলেজ পড়ুয়া যুবক মামুনের বাবা করোনা সঙ্কটে কাজে যেতে না পারায় মানবেতর জীবন যাপন করছিলেন। এ অবস্থায় শুক্রবার রাতে জেলা প্রশাসকের ফেসবুকের পোস্ট পড়ে ত্রাণের জন্য এসএমএস করে মামুন। মামুন হোসেন জানান, এসএমএস এ লিখেন, স্যার আমার বাবা একজন দিনমজুর।
×