ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইরাকের কে-১ ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার

প্রকাশিত: ০৯:০১, ৩১ মার্চ ২০২০

ইরাকের কে-১ ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার

মার্কিন বাহিনী ইরাকের কে-১ সামরিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে। ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশে অবস্থিত ঘাঁটিটি রবিবার মার্কিন সেনারা ইরাকী সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করে। এক বিবৃতিতে মার্কিন বাহিনী বলেছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে সফল অভিযানের পর মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনাদের ইরাকের অন্য অংশে মোতায়েন করা হচ্ছে। ইরাক সরকারের সঙ্গে অনেক আগেই এ পরিকল্পনা নেয়া হয়েছিল। মার্কিন সেনারা এ বিবৃতিতে দাবি করছে, সম্প্রতি যেসব ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে তার সঙ্গে কিংবা করোনাভাইরাসের মহামারীর সঙ্গে ঘাঁটি হস্তান্তর করার কোন সম্পর্ক নেই। কিরকুকের এ ঘাঁটি দায়েশের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
×