ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কচ্ছপের দখলে সৈকত

প্রকাশিত: ১০:৫৩, ২৯ মার্চ ২০২০

কচ্ছপের দখলে সৈকত

মহামারী করোনা রুখতে দেশে দেশে চলছে লকডাউন। পৃথিবীর লোকজনের একটা বড় অংশ এখন কার্যত ঘরবন্দী হয়ে আছেন। ভাইরাস আতঙ্কে নিস্তব্ধ পৃথিবী। ভ্রমণপিপাসু মানুষও চার দেয়ালে বন্দী। সমুদ্রের তীরে বসে হাওয়া খাওয়া আর ঢেউয়ের আনন্দ উপভোগ করার সেই দিন আর নেই পর্যটকদের। সেই সুযোগ কাজে লাগাচ্ছে কচ্ছপরা। মানুষের বদলে ভারতের উড়িষ্যার রুশিকুল্যা সমুদ্রসৈকতে দখল করে নিয়েছে তারা। মূলত ডিম পেড়ে প্রজনন বাড়াতেই সৈকতে এসে উঠেছে ঝাঁকে ঝাঁকে কচ্ছপ। বন বিভাগের প্রতিবেদন বলছে, নীরবে ডিম পাড়তে ৭ লাখের বেশি অলিভ রিডলেস কচ্ছপ চলে গেছে সৈকতে। সেখানে এখন মানুষের অবাঞ্ছিত ভিড় কিংবা উপদ্রব নেই। এমন সুযোগ আর কখনই বা পাবে তারা। প্রতিবছর মার্চের দিকে গহিরমাথা ও রুশিকুল্যা সৈকতে আসে ওই উভচর প্রাণী। বন বিভাগ জানায়, এ বছর ৬ কোটি ডিম পাড়বে তারা। আর মানুষ ঘরবন্দী থাকায় চলতি বছরে কচ্ছপের প্রজনন বাড়বে। -এনডিটিভি
×