ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

চরফ্যাশনে একটি ইট ভাটার তিন লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৯:৩৮, ২৬ ফেব্রুয়ারি ২০২০

চরফ্যাশনে একটি ইট ভাটার তিন লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন ॥ ভোলার চরফ্যাশনে বকসি ব্রিকস নামক একটি ইটভাটার তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হান উল ইসলাম এ জরিমানা করেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মালেক মিয়া এসময় সঙ্গে ছিলেন। জেলা পরিবেশ অধিদপ্তরের ডাটা এন্ট্রি অপারেটর মো.কাওছার এ তথ্য নিশ্চিত করে জানান, পরিবেশ অধিদপ্তরের নিয়ম নীতি উপেক্ষা করে অনুমোদন ছাড়া ড্রাম চিমনি ব্যবহার করে ইট তৈরির দায়ে বকসি ব্রিকসকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। উল্লেখ্য, চরফ্যাশনে ৩৮ টি ইট ভাটা থাকলেও অনুমোদন রয়েছে ৮ টি ইট ভাটার। বাকী ইট ভাটাগুলো সরকারী নীয়ম নীতিমালা উপেক্ষা করে অদৃশ্য ক্ষমতার বলে অবৈধভাবে চালাচ্ছে।
×