ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পিঠে চাপড় দিতেই-

প্রকাশিত: ১০:২৪, ২৫ ফেব্রুয়ারি ২০২০

  পিঠে চাপড় দিতেই-

ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের এক হাসপাতালে সদ্য জন্মানো একটি মেয়ে শিশু জন্মের পর কাঁদছিল না দেখে তাকে কাঁদাতে ডাক্তার পিঠে চাপড় মারে। আর তাতেই রেগে ওঠে সে। ডাক্তারের দিকে ক্ষুব্ধ হয়ে তাকিয়ে থাকে। ওই নবজাতকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর সবাই অবাক হয়ে যায়। রাগ দেখিয়ে সে এখন রীতিমতো সুপারস্টার। অনেক সময়েই জন্মের সঙ্গে সঙ্গে কাঁদে না নবজাতক শিশুরা। তখন তাদের কাঁদাতে পিঠে চাপড় মারেন ডাক্তাররা। ওই শিশুকেও তাই-ই করেছিলেন ডাক্তার। তখনই ব্যতিক্রম ঘটনাটি ঘটে। কান্নার বদলে শিশুটি রেগে যায়। অনেকে ঠাট্টা করে বলছেন, সিজার করে নির্দিষ্ট সময়ের সাত দিন আগে ভূমিষ্ঠ হওয়ার ফলেই কি এত রাগ তার? শিশুটির মা ডায়ান ডি জিসেস বারবোসা নবজাতকের ছবি স্মরণীয় করতে একজন ফটোগ্রাফার ভাড়া করেছিলেন। তিনিই ছবিগুলো ফেসবুকে শেয়ার করেন। ফটোগ্রাফার জানান, ওই অভিব্যক্তি দেখে ডাক্তার তাড়াতাড়ি তার নাড়ি কাটেন। তারপরই শিশুটি কাঁদতে শুরু করে। মা আদর করে তার রাগী মেয়ের নাম রেখেছেন ইসাবেল পেরেরা ডি জিসাস। -এনডিটিভি
×