ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সোনারগাঁয়ে খেলার মাঠ রক্ষার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৯:৪৩, ২৩ ফেব্রুয়ারি ২০২০

সোনারগাঁয়ে খেলার মাঠ রক্ষার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, ২২ ফেব্রুয়ারি ॥ সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে স্কুলের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। শনিবার সকাল ১০টার দিকে মিছিলটি নিয়ে বাজার ঘুরে পঞ্চমীঘাট বাজার রাস্তা অবরোধ করে। এতে রাস্তার দুপাশে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভরত শিক্ষার্থীরা অভিযোগ করে, পঞ্চমীঘাট বিদ্যালয়ে পশ্চিম পাশে যে নতুন ভবনটি তৈরি করা হচ্ছে সেটি বিদ্যালয়ের মাঠের মাঝখানে পর্যন্ত দখল হয়ে যাচ্ছে। এতে মাঠটিও ছোট হয়ে যাবে। এতে খেলাধুলা করতে অসুবিধা হবে। এ নিয়ে শিক্ষার্থীরা বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোন প্রতিকার তারা পায়নি। বাধ্য হয়ে আন্দোলনে নেমেছে তারা। দ্রুত এ সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃৃৃৃৃৃৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন শিক্ষার্থীরা। পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, আগে যে ভবনটি ছিল সেটি পুরনো টিনের ঘর। বর্তমানে সেখানে আধুনিক ভবন তৈরি হচ্ছে। সেজন্য একটু জায়গা বেশি প্রয়োজন যা নির্মাণ করলে খেলার মাঠ কিছুটা সংকুচিত হয়ে যাবে। সকাল বেলা শিক্ষার্থীরা স্কুলে এসে খেলার মাঠের দাবিতে বিক্ষোভ করে। এ বিষয়টি আমি স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছি। সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা জানান, খেলার মাঠ রক্ষার দাবিতে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং শিক্ষার্থীদের শান্ত করি। পরে প্রধান শিক্ষকে বলেছি দ্রুত কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে এ সমস্যা সমাধান করার জন্য। বগুড়ায় মহিলার লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ার শিবগঞ্জ উপজেলার হাতিবান্ধা গ্রামের একটি কলাবাগান থেকে অজ্ঞাত (৩২) এক মহিলার লাশ উদ্ধার হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার মর্গে পাঠায়। ওই মহিলাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। স্থানীয় সূত্র জানায়, শিবগঞ্জ উপজেলার হাতীবান্ধা গ্রামের এক কৃষক সকাল ৯টার দিকে কলাবাগানে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। মৃতদেহের পরনে সালোয়ার ও কামিজ ছিল। গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানায়। তবে দুপুর পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। শিবগঞ্জ থানার ওসি জানান, নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ওই মহিলার হাতে শাঁখা, সিঁথিতে সিঁদুর পরা ছিল।
×