ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৯ ব্যক্তি, একটি প্রতিষ্ঠান

প্রকাশিত: ১০:৩২, ২১ ফেব্রুয়ারি ২০২০

  স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৯  ব্যক্তি, একটি প্রতিষ্ঠান

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতীয় পর্যায়ের গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ’২০ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। কৃতিত্বপূর্ণ এ পুরস্কারের তালিকায় রয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং নাট্য ব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার। এবার প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পাচ্ছে ভারতেশ্বরী হোম্স। খবর ওয়েবসাইটের। গোলাম দস্তগীর গাজী ও ফেরদৌসী মজুমদার ছাড়াও পুরস্কারের জন্য মনোনীত অন্যরা হলেন- মরহুম কমান্ডার (অব) আবদুর রউফ, মরহুম মুহম্মদ আনোয়ার পাশা, আজিজুর রহমান, অধ্যাপক ডাঃ মোঃ উবায়দুল কবীর চৌধুরী, অধ্যাপক ডাঃ এ কে এম এ মুক্তাদির, মুক্তিযোদ্ধা এস এম রইজ উদ্দিন আহম্মদ ও কালীপদ দাস। এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার দেবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
×