ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনা মোকাবেলায় চীনকে চিকিৎসা সরঞ্জাম দিয়েছে বাংলাদেশ

প্রকাশিত: ১২:১৭, ১৯ ফেব্রুয়ারি ২০২০

 করোনা মোকাবেলায় চীনকে চিকিৎসা সরঞ্জাম  দিয়েছে বাংলাদেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মঙ্গলবার এক অনুষ্ঠানে শুভেচ্ছার নিদর্শনস্বরূপ চীনা রাষ্ট্রদূত লি জিমিংয়ের কাছে কিছু চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছেন। সরঞ্জামের মধ্যে রয়েছে দশ লাখ হ্যান্ড গ্লাভস, পাঁচ লাখ ফেসমাস্ক, দেড় লাখ ক্যাপ, এক লাখ হ্যান্ড স্যানিটাইজার, পঞ্চাশ হাজার জুতার কভার এবং আট হাজার গাউন। খবর বাসসর। অনুষ্ঠানে মোমেন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল উহান শহর থেকে ৩শ’ ১২ বাংলাদেশী নাগরিককে ফিরিয়ে আনতে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা ও সহায়তার জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সরকারের পাশে দাঁড়াতে চিকিৎসা সরঞ্জামগুলো চীনে প্রেরণের জন্য তার মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন এবং এ সকল সরঞ্জাম বাংলাদেশে তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, চীন থেকে ফিরে আসা শিক্ষার্থীরা করোনাভাইরাসে আক্রান্ত হয়নি এবং এখনও পর্যন্ত বাংলাদেশে কোন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়নি। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, আমরা বাংলাদেশ সরকার এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদারতার জন্য ধন্যবাদ জানাই। তিনি বলেন, চীন করোনাভাইরাস শনাক্ত করতে বাংলাদেশকে ৫শ’ উন্নতমানের কিট সরবরাহ করছে। লি জিমিং বলেন, করোনাভাইরাস শনাক্তকরণে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে চীনা দূতাবাস বেজিং জেনোমিক্স ইনস্টিটিউট থেকে এই ৫শ’ টেস্ট কিট অর্ডার করেছে।
×