ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অর্ধকোটি টাকার জালরুপীসহ ৮ জন গ্রেফতার

প্রকাশিত: ১০:৩৬, ১৮ ফেব্রুয়ারি ২০২০

 অর্ধকোটি টাকার জালরুপীসহ ৮ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ প্রায় অর্ধকোটি টাকা সমমূল্যের ভারতীয় জালরুপীসহ আটজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। চক্রটি পাঁচ বছর ধরে জালমুদ্রা তৈরি, সরবরাহের সঙ্গে জড়িত। তাদের দুইদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চক্রের প্রধান বিশ্বের আটটি নাম করা দেশে ভাল দেশে চাকরি করার পরও স্বভাব পাল্টাতে পারেনি। দেশে ফিরেই শুরু করে জালরুপী তৈরির ব্যবসা। কথায় বলে কয়লা ধুলে, ময়লা যায় না। প্রবাদটি জালরুপী চক্রের দলনেতা বশির উদ্দিন গ্রেফতার হওয়ার পর তা আবারও প্রমাণিত হয়েছে। গত রবিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার মশিউর রহমানের সার্বিক নির্দেশনায় ঢাকার কদমতলী থানাধীন ৩৫/১ নম্বর বাড়ির ষষ্ঠতলায় অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় জালরুপী ও সরঞ্জামাদিসহ আটজনকে গ্রেফতার করা হয়। ডিবির উত্তর বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ শাহিদুল ইসলাম জানান, অভিযানে গ্রেফতার করা হয় বশির উদ্দিন (৫১), মনিরুজ্জামান (৩৫), মনির হোসেন (৩২), আব্দুল কাদের ওরফে আল আমিন (৬২), এনামুল হক আশারী (৩২), আকবর আলী (৩০), কবির হোসেন (৩৫) ও সোহেল মাহমুদ (২৮) নামের আটজনকে। তাদের কাছ থেকে ৪৯ লাখ সমমূল্যের ভারতীয় জালরুপী, জালরুপী তৈরিতে ব্যবহৃত একটি ল্যাপটপ, চারটি প্রিন্টারসহ নানা সরঞ্জামাদি জব্দ হয়।
×