ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চাল রফতানিতে ১৫ শতাংশ ভর্তূকি

প্রকাশিত: ০৭:২৩, ৩০ জানুয়ারি ২০২০

  চাল রফতানিতে ১৫ শতাংশ ভর্তূকি

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকার চাল রফতানিতে ১৫ শতাংশ হারে ভর্তূকি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশে উৎপাদিত ধান থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি চাল রফতানির বিপরীতে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রফতানি বাণিজ্যকে উৎসাহিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এ প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, প্রজ্ঞাপন জারির দিন বৃহস্পতিবার থেকেই এ সুধিবা পাবেন চাল রফতানিকারকরা। এতে আরও বলা হয়েছে, দেশে উৎপাদিত ধান সংগ্রহের মাধ্যমে নিজস্ব কারখানায় প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি চাল রফতানির ক্ষেত্রে নিট এফওবি মূল্যের ওপর ১৫ শতাংশ হারে প্রক্রিয়াকারী-রফতানিকারকরা ভর্তুকি পাবেন। তবে বিশেষায়িত অঞ্চলে (ইপিজেড, ইজেড) অবস্থিত প্রতিষ্ঠান থেকে রফতানির ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না। এছাড়া চাল রফতানির ক্ষেত্রে ব্যবহৃত মোড়ক সামগ্রীসহ অন্যান্য উপকরণের ওপর ডিউটি ড্র-ব্যাক ও শুল্ক বন্ড সুবিধা গ্রহণ করা হলেও ভর্তুকি দেওয়া হবে না বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
×