ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নোয়াখালীতে ল-ক্লার্ক আইন বাস্তবায়ন দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ১০:০৯, ২৯ জানুয়ারি ২০২০

নোয়াখালীতে ল-ক্লার্ক আইন বাস্তবায়ন দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৮ জানুয়ারি ॥ মঙ্গলবার বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি জেলা শাখার উদ্যোগে আইনজীবী সহকারী এ্যাক্ট (ল-ক্লার্ক) আইন বাস্তবায়নের দাবিতে আদালত প্রাঙ্গণ থেকে শহর প্রদক্ষিণ করে নোয়াখালী প্রেস ক্লাব চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও উচ্চ পরিষদের সদস্য এবং নোয়াখালী জেলা শাখার সংগ্রাম উপ-কমিটির সভাপতি তাজুল ইসলাম। পরিচালনা করেন সংগ্রাম উপ-কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, উচ্চ পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও উচ্চ পরিষদ সদস্য ও জেলা কমিটির সাবেক সভাপতি আবুল কাশেম প্রমুখ। ফরিদপুরে কৃষি ঋণ আত্মসাত মামলায় ৭ জনের কারাদ- নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৮ জানুয়ারি ॥ কৃষি ব্যাংক মধুখালী শাখা থেকে কৃষকের মাঝে বিতরণ করার জন্য কৃষি ঋণ প্রকল্পের টাকা আত্মসাত মামলায় ৭ জনকে ৬ বছরের করে সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫৫ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ৬ মাসের বিনাশ্রম কারাদ- ভোগ করতে হবে। ফরিদপুরের বিশেষ জজ আদালতের জজ মোঃ মতিয়ার রহমান মঙ্গলবার দুপুরে এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন- মধুখালী উপজেলা শস্য গুদাম ঋণ প্রকল্পের গুদামরক্ষক মোতাহার হোসেন মিয়া প্রমুখ।
×