ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অবশেষে আত্রাই দখলমুক্ত করতে অভিযান

প্রকাশিত: ০৯:৩৩, ১৮ জানুয়ারি ২০২০

  অবশেষে আত্রাই  দখলমুক্ত করতে  অভিযান

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৭ জানুয়ারি ॥ বুধবারের জনকণ্ঠে ‘আত্রাই নদী দখল করে অর্ধশতাধিক মৎস্য ঘের’ শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রশাসনের টনক নড়ে। ওইদিন দুপুর থেকে আত্রাই নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। ইতোমধ্যে নদীর বেশকিছু ঘের থেকে জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া এ অভিযানে অনেক ঘের থেকে ডালপালা ও বাঁশের বেড়া অপসারণ করেছে প্রশাসন। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি মৌসুমে অবৈধভাবে আত্রাই নদী দখল করে অর্ধশতাধিক মৎস্য ঘের তৈরি করে কিছু অসাধু ব্যক্তি। মৎস্য ঘেরের নামে ডালপালা নামিয়ে ও বাঁশের বেড়া দিয়ে নদীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। সম্প্রতি উপজেলা আইন-শৃঙ্খলা সভার সিদ্ধান্তের পর ঘেরগুলো থেকে ডালপালা ও বাঁশের বেড়া সরিয়ে নেয়ার জন্য নদী এলাকায় মাইকিং করে উপজেলা মৎস্য দফতর। কিন্তু মৎস্য দফতরের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসব ঘেরে জাল নামিয়ে মাছ শিকার শুরু করেন দখলদাররা। বিষয়টি জনকণ্ঠে প্রকাশের পর বুধবার দুপুর থেকে নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। ইতোমধ্যে কয়েকটি ঘের থেকে ২ লক্ষাধিক টাকার জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে। একই সঙ্গে অপসারণ করা হয়েছে ঘের তৈরিতে ব্যবহৃত গাছের ডালপালা। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান জানান, ‘নির্দেশনা অমান্য করে ঘেরে জাল নামিয়ে মাছ শিকারের বিষয়টি নজরে আসার পর উচ্ছেদ অভিযান শুরু করা হয়। অনেক ঘের থেকে জাল জব্দ করে পুড়িয়ে দেয়াসহ কাঠা অপসারণ করা হয়েছে। নদীকে দখলমুক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।’ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম বলেন, নদীতে কাঠা কিংবা বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে কঠোর আইনী পদক্ষেপ নেয়া হবে। ভবিষ্যতে কেউ যেন নদী দখল করে ঘের তৈরি করতে না পারে এ বিষয়ে প্রশাসন তৎপর রয়েছে। নদী দখলমুক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
×