ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৩১ বাংলাদেশীকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১২:৩৭, ১৭ জানুয়ারি ২০২০

 ৩১ বাংলাদেশীকে  ফেরত পাঠাল  যুক্তরাষ্ট্র

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে ৩১ বাংলাদেশীকে। ১৪ জানুয়ারি রাত ২টার দিকে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বিমানে তাদের দেশে ফেরত পাঠানো হয়। বিমানবন্দরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ফেরত আসা বাংলাদেশীরা জানান, যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ও বৈধ কাগজপত্র না থাকায় সে দেশের পুলিশ তাদের গ্রেফতার করে ফেরত পাঠায়। খবর ওয়েবসাইটের। সাধারণত ফেরত আসা প্রবাসীদের খাবার-পানিসহ নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য জরুরী সহায়তা প্রদান করে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। যুক্তরাষ্ট্র ফেরত বাংলাদেশীদের বিষয়ে জানতে চাইলে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে ১৪ জানুয়ারি রাতে ৩১ বাংলাদেশী ফেরত আসার তথ্য পেয়েছি।’ শুধু এরাই নন, বিভিন্ন সময়ে নানান দেশ থেকে ফেরত আসতে বাধ্য হন তারা, যারা অন্যায়ভাবে সেসব দেশে প্রবেশ করেছিলেন। ৫ লাখ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত খরচ করে তারা এসব দেশে যান বলে জেনেছি।’ কোনভাবে প্ররোচিত হয়ে অন্যায়ভাবে বিদেশ না যাওয়ার প্রতি আহ্বান জানান ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের এই কর্মকর্তা। যুক্তরাষ্ট্র থেকে ফেরা কয়েকজন বাংলাদেশী জানান, প্রায় ২৫ লাখ টাকার বিনিময়ে ব্রাজিল থেকে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করার চেষ্টা করেছিলেন। কিন্তু সেখানকার পুলিশ তাদের আটক করে দেশে পাঠায়। এর আগে একই কারণে ২০১৯ সালের ২১ নবেম্বর ২৫ বাংলাদেশীসহ ১৪৫ ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠায় দেশটি।
×