ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চলে গেলেন মুক্তিযোদ্ধা যাত্রাশিল্পী সুলতান সেলিম

প্রকাশিত: ১২:১৯, ১৬ জানুয়ারি ২০২০

চলে গেলেন মুক্তিযোদ্ধা যাত্রাশিল্পী সুলতান সেলিম

স্টাফ রিপোর্টার ॥ বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের অত্যন্ত খ্যাতিমান যাত্রানট সুলতান সেলিম আর নেই। রবিবার রাত ১০-১০ মিনিটে মানিকগঞ্জের গড়পাড়ার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দুই স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে বিশেষ করে যাত্রাশিল্প অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সুলতান সেলিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সভাপতি মিলন কান্তি দে, সাধারণ সম্পাদক সোহেল হায়দার জসীম, নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ, এস এম মহসিন, যাত্রা ব্যক্তিত্ব জ্যোৎ¯œা বিশ^াসসহ দেশের গুণীজন ও সংস্কৃতি কর্মীরা। জানা যায় যাত্রানট সুলতান সেলিম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস এবং অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় প্রথমে তার বাম পা এবং পরে ডান পা’র কিছু অংশও কেটে ফেলা হয়। অসহ্য মৃত্যুযন্ত্রণায় কাতরাতে কাতরাতে অবশেষে তার জীবন প্রদীপ নিভে যায়। সুলতান সেলিম আমাদের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখেছেন। জাসদ নেতা হাসানুল হক ইনুর সঙ্গে ভারতের দেরাদুন ক্যাম্পে প্রশিক্ষণ গ্রহণ করেন। স্বাধীনতার পর তিনি মানিকগঞ্জে বিএলএফএর জেলা কমান্ডার হন। ১৯৭৭ সালে তিনি অমলেন্দু বিশ^াসের চারণিক নাট্যগোষ্ঠীর মাধ্যমে অভিনয় জীবনের সূচনা করেন। বর্ণাঢ্য তার তিন দশকের অভিনয় জীবন। অভিনেতা- নির্দেশক হিসেবে তিনি ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত পঞ্চম জাতীয় যাত্রা উৎসবে তিনি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে ভূষিত হন। তিনি ছিলেন বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি। তার দ্বিতীয় স্ত্রী রিক্তা সুলতানাও বাংলাদেশের একজন সুঅভিনেত্রী। তিনিও ১৯৯৩ সালের যাত্রা উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।
×