ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পতেঙ্গা সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ১১:৫৬, ১৬ জানুয়ারি ২০২০

পতেঙ্গা সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা সমুদ্র সৈকত পাড়ে গড়ে ওঠা প্রায় তিনশ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। চউক সূত্রে জানানো হয়, বেলা ১১টা থেকে এ উচ্ছেদ অভিযান চলে। সেখানে গড়ে ওঠা অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ হয় অভিযানে। পতেঙ্গা লিংক রোডের পাশে গড়ে উঠেছিল স্থাপনাগুলো। অভিযানে গুঁড়িয়ে দেয়া হয়েছে ৩শ’র মতো অবৈধ স্থাপনা। এতে উদ্ধার হয়েছে প্রায় আধাকিলোমিটার জায়গা। দুই ইজারাদারের দণ্ড স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নিয়ম অমান্য করে পদ্মা নদীর তীরের কাছাকাছি থেকে বালু উত্তোলন করার অভিযোগে দুই ইজারাদারের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ওই এলাকা থেকে বালু উত্তোলন বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্দেশে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পবা উপজেলার মদনপুর, কসবা ও চারহরিপুর মৌজার বালুমহাল ইজারা নিয়ে সোনাইকান্দি থেকে আনোয়ার হোসেন এবং হাড়ুপুর ও নবগঙ্গা মোজার বালুমহাল ইজারা নিয়ে রজব আলী অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। বাংলা সনের হিসাব ধরে পয়লা বৈশাখ থেকে নতুন বছরের জন্য বালুমহাল ইজারা দেয়া হয়ে থাকে। ইজারা নেয়ার পর থেকেই তারা বালু উত্তোলন করে আসছিলেন।
×