ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সি ২০ বর্জন

প্রকাশিত: ০৯:৩৯, ১৬ জানুয়ারি ২০২০

সি ২০ বর্জন

সৌদি আরবের উদ্যোগে সিভিল ২০ বা সি ২০ সম্মেলন বর্জনের ঘোষণা দিয়েছে তিনটি প্রভাবশালী এনজিও। এগুলো হলো এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশাল ও সিভিকাস। সংস্থাগুলো চলতি সপ্তাহে জানিয়েছে, সৌদির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকায় তারা এ সম্মেলন বর্জন করেছে। নবেম্বরে রিয়াদে জি২০ শীর্ষ বৈঠক হবে। প্রস্তুতি হিসেবে সদস্য দেশগুলোর সুশীল সমাজের সঙ্গে সরকারের যোগাযোগ বাড়াতে সি ২০ আয়োজন করা হয়েছিল। -এপি চীনা নারী আইকনের মৃত্যু চীনের প্রথম নারী ট্রাক্টরচালক লিয়াং জুন ৯০ বছর বয়সে মারা গেছেন। তিনি নারীচালক হিসেবে এক সময় আইকনে পরিণত হন। ১৯৪৮ সালে লিয়াং ট্রাক্টর চালানোর প্রশিক্ষণ নিয়ে কাজে নামেন। মৃত্যুর আগে এক সাক্ষাতকারে তিনি বলেছিলেন, ‘আমি অত্যন্ত ভালভাবে ট্রাক্টর চালনা শিখেছি। এই জীবন নিয়ে আমার কোন অনুশোচনা নেই।’ ১৯৩০ সালে অতিদরিদ্র পরিবারে জন্ম নেয়া লিয়াং দেশটির হেইলংজিয়াং প্রদেশে বসবাস করতেন। -বিবিসি
×