ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কারখানায় অনিয়ম মামলা

ড. ইউনূসকে আদালতে হাজির হতে সমন জারি

প্রকাশিত: ১১:১৮, ১৪ জানুয়ারি ২০২০

ড. ইউনূসকে আদালতে হাজির হতে সমন জারি

কোর্ট রিপোর্টার ॥ কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের দায়ের করা মামলায় ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনকে আগামী ৬ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে সমন জারি করেছে শ্রম আদালত। সোমবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক রহিবুল ইসলাম এ আদেশ দেন। গত ৫ জানুয়ারি প্রতিষ্ঠানটির শ্রম পরিদর্শক (শ্রম) তরিকুল ইসলাম ওই আদালতে এ মামলা দায়ের করেন। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ কমিউনিকেশন্সের চেয়ারম্যান ড. ইউনূস ছাড়াও তলব করা অপর তিন আসামি হলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা, পরিচালক আব্দুল হাই খান ও উপ-মহাব্যবস্থাপক গৌরি শংকর। মামলার অভিযোগে বলা হয়, মামলার বাদী তরিকুল ইসলাম গত বছর ১০ অক্টোবর গ্রামীণ কমিউনিকেশনসে সরেজমিনে পরিদর্শনে যান। পরিদর্শনে গিয়ে তিনি সেখানে ১০টি বিধি লঙ্ঘন দেখতে পান। এর আগেও গত বছরের ৩০ এপ্রিল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের এক পরিদর্শক প্রতিষ্ঠানটি পরিদর্শন করে বেশকিছু ত্রুটি দেখতে পেয়ে তা সংশোধনের নির্দেশনা দেন। এরপর ওই বছর ৭ মে ডাকযোগে এ বিষয়ে বিবাদী পক্ষ জবাব দিলেও তা সন্তোষজনক হয়নি। পরে গত ২৮ অক্টোবর তরিকুল ইসলাম আবারও তা অবহিত করেন। নির্দেশনা বাস্তবায়ন না করে বিবাদীরা ফের সময়ের জন্য আবেদন করেন। কিন্তু আবেদনের সময় অনুযায়ী তারা জবাব দাখিল করেননি। এরপরই মামলার সিদ্ধান্ত নেয়া হয়। ডিবির এসআই ডাকাতি মামলায় রিমান্ডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই রাশেদুল আলমকে সাড়ে পাঁচ লাখ টাকা ডাকাতির মামলায় ২ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম এ রিমান্ডের আদেশ দেন।
×