ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রায় দুই কোটি টাকা উদ্ধার

পার্বত্যপুরে ঘুষের টাকাসহ প্রকল্প কর্মকর্তা গ্রেফতার

প্রকাশিত: ১২:২২, ১০ জানুয়ারি ২০২০

 পার্বত্যপুরে ঘুষের  টাকাসহ প্রকল্প  কর্মকর্তা  গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, দিনাজপুর ॥ জেলা দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তাজুল ইসলামকে (পিআইও) ঘুষের ১ কোটি ৮০ লাখ টাকাসহ হাতে-নাতে গ্রেফতার করেছে । গোপন সূত্রে খবর পেয়ে এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবিরউদ্দিনকে সঙ্গে নিয়ে দিনাজপুর দুদকের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান পার্বতীপুরে আগমন করে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা পরিষদে পিআইও’র দফতরে তল্লাশি চালায়। পিআইওকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে পরিষদের ব্যারাকে তার বাসভবন থেকে বিপুল পরিমাণ ঘুষের এই অর্থ উদ্ধার করে। এ সময় পার্বতীপুরের ইউএনও ও এসিল্যান্ডসহ উপজেলা পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ঘটনাস্থলে দুদকের উপ-পরিচালক উপস্থিত সাংবাদিকদের জানান, উদ্ধারকৃত টাকাসমূহের সঠিক তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
×