ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আমাদের দায়িত্ব

প্রকাশিত: ০৯:২৭, ৯ জানুয়ারি ২০২০

আমাদের দায়িত্ব

জাতির জনকের স্বপ্নপূরণে ব্রতী হলে বঙ্গবন্ধুর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদিত হবে। বঙ্গবন্ধুর কর্মময় জীবনের বীরত্বগাথা, শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় তাঁর সংগ্রামী মানসিকতা, বাংলাদেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালবাসা, জীবনের সবক্ষেত্রে বঙ্গবন্ধুর আপোসহীন মনোভাব- এই সকল গুণগুলো আজকের তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার দায়িত্ব আমাদের। বঙ্গবন্ধুর নেতৃত্বে পাওয়া স্বাধীনতাকে সবদিক থেকে অর্থবহ করতে, দেশ গঠনে এবং দেশের স্বাধীনতা ধরে রাখতে সব প্রতিকূলতাকে পাশ কাটিয়ে বীরদর্পে এগিয়ে যেয়ে নিরলসভাবে কাজ করতে হবে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নশীল দেশের স্বীকৃতি নিয়ে উন্নয়নের মহাসড়কে ডিজিটাল দেশের কাতারে চলমান দেশে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। দল, মত, ধর্মীয় পরিচয় নির্বিশেষে সকল মানুষের মনে দেশপ্রেম জাগ্রত থাকলে দেশ পিছিয়ে পড়বে না। সন্ত্রাস জঙ্গীবাদে দেশের অগ্রযাত্রা, উন্নয়ন যেন স্থবির হয়ে না পড়ে সে লক্ষ্যে কাজ করতে হবে। আমাদের কর্মোক্ষম যুবশক্তিকে যথার্থভাবে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে শরিক করতে হবে। কৃষকদের কৃষি উপকরণ সহজলভ্য, সহজ শর্তে ঋণ প্রদান, বিক্রয় ও বিপণনে অগ্রাধিকার দিয়ে কৃষিতে উৎসাহিত করতে হবে। প্রবাসীদের পাঠানো বিপুল পরিমাণ রেমিটেন্স দেশের উন্নতিতে অবদান রাখছে। প্রবাসীদের সুযোগ-সুবিধার দিকে দৃষ্টি রাখতে হবে। শিক্ষাঙ্গনে সন্ত্রাস দূর করতে হবে। নিজের সম্পদ ব্যবহার করে দেশকে এগিয়ে নিতে হবে। ঘরে-বাইরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার ও প্রশাসনকে তৎপর থাকতে হবে। সংবাদপত্র এবং মিডিয়ার স্বাধীনতা থাকতে হবে। বঙ্গবন্ধু নির্লোভ নিরহঙ্কার পরোপকারী ছিলেন। তাঁর গুণগুলো করায়ত্ব করতে পারলে ভাল মানুষ হয়ে সমাজে অবদান রাখা সম্ভব। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। মহাকাশে স্যাটেলাইট। সাড়ে সাত শতাংশ প্রবৃদ্ধির বাংলাদেশ ডাবল ডিজিট গ্রোথের দিকে এগিয়ে চলছে। দরিদ্রতা ১৮% এ নেমে এসেছে, মাথাপিছু আয় বাড়ছে। বঙ্গবন্ধুর দেখা সোনার বাংলা দৃশ্যমান হওয়ার পথে। মুজিববর্ষ পালনের প্রাক্কালে জাতির জনক বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। ২০২০ -২০২১ সালকে মুজিববর্ষ হিসেবে পালন করার ঘোষণাকে স্বাগত জানাই। টি এ রোড, ব্রাহ্মণবাড়িয়া থেকে
×