ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন নাগরিকত্ব আইন

ভারতীয় মুসলিমদের উদ্বেগের কারণ

প্রকাশিত: ০৯:১৩, ৪ জানুয়ারি ২০২০

ভারতীয় মুসলিমদের উদ্বেগের কারণ

ভারতে বিতর্কিত নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে চলমান বিক্ষোভে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর প্রদেশ। ২০ ডিসেম্বর বিক্ষোভ শুরু হওয়ার পর এ প্রদেশে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ রাজ্যে বিক্ষোভ কেন এতটা ব্যাপক ও সহিংস পর্যায়ে পৌঁছেছে তা উঠে এসেছে বিবিসির বিকাশ পান্ডের এ রিপোর্টে। কানপুর শহরে বাবুপুরওয়ায় এক সঙ্কীর্ণ গলিতে একটি ছোট্ট টিনশেড কক্ষের বাইরে বসেছিলেন মোহাম্মদ শরিফ। এ ক্ষুদ্র কক্ষটি দিনে রান্নাঘর ও রাতে শোবার ঘর হিসেবে ব্যবহার করেন শরিফ। তিনি উঠে সাংবাদিকদের জড়িয়ে ধরেন এবং আবেগে অভিভূত হয়ে পড়েন। কয়েক মিনিট নীরবে কেটে যায়। শরিফ অশ্রু সংবরণের চেষ্টা করে বলেন, আমি তো সব হারিয়েছি। আমি আর বেঁচে থাকতে চাই না। আমার ছেলের কী দোষ ছিল? পুলিশ আমার ছেলেকে কেন গুলি করে হত্যা করল? আমার ছেলে তো বিক্ষোভেও যায়নি। সে ছিল রাস্তায় একজন হকার। তাই বিক্ষোভ মিছিলের পাশে অবস্থান করছিল সে। কিন্তু সে যদি বিক্ষোভে অংশ নিয়েও থাকে তাহলেও কি এ মৃত্যু তার প্রাপ্য ছিল? তার ছেলে মোহাম্মদ রাইস (৩০) পুলিশের গুলিতে পাকস্থলীতে আঘাতপ্রাপ্ত হয়ে তিন দিন পর ২৩ ডিসেম্বর মারা যায়। শরিফ প্রশ্ন রেখে বলেন, তাকে কি মরতে হয়েছে আমরা মুসলমান বলে? আমরা কি এদেশের নাগরিক নই? আমি মৃত্যুর আগ পর্যন্ত এ প্রশ্নটি করে যাব। দেশের দরিদ্রতম রাজ্যগুলোর অন্যতম উত্তর প্রদেশও সমগ্র ভারতে সিটিজেনশিপ এ্যামেন্ডমেন্ট এ্যাক্টের (সিএএ) বিরুদ্ধে বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত কয়েক ডজন লোকের মধ্যে রাইস একজন। বিক্ষোভ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়লে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘাত বাধে এবং তা সহিংসতায় রূপ নেয়। কেবল উত্তর প্রদেশেই এ ধরনের সহিংসতায় আহত হয়েছে অন্তত ৫০ পুলিশ সদস্য। কিন্তু পুলিশও সিএএ বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে অসমানুপাতিক শক্তির ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে। -বিবিসি
×