ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফাহাদের কাছে রুশ গ্র্যান্ডমাস্টার কুপোকাত

প্রকাশিত: ১১:৫০, ২ জানুয়ারি ২০২০

ফাহাদের কাছে রুশ গ্র্যান্ডমাস্টার কুপোকাত

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠানরত একা আইআইএফএল ইনভেস্ট ম্যানেজার্স আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান রাশিয়ার গ্র্যান্ডমাস্টার ম্যাক্সিম লুগোভস্কোয়কে হারিয়েছেন। দ্বিতীয় রাউন্ডের খেলায় ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে খেলে ম্যাক্সিমের বিরুদ্ধে জয়ী হন। দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ফাহাদ ২ খেলায় পূর্ণ ২ পয়েন্ট নিয়ে ১৫ জনের সঙ্গে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ২ খেলায় দেড় পয়েন্ট এবং তাহসিন তাজওয়ার জিয়া আধা পয়েন্ট পেয়েছেন। দ্বিতীয় রাউন্ডের খেলায় জিয়া ভারতের মানীষ কুমারকে হারান এবং তাহসিন ভারতের আন্তর্জাতিক মাস্টার কঙ্গোয়াল পুণ্যস্বামীর কাছে হেরে যান। আসছে আইসিসি প্রতিনিধি দল স্পোর্টস রিপোর্টার ॥ এ মাসে বাংলাদেশ সফরে আসছেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি’র একটি প্রতিনিধি দল। আইসিসি’র প্রধান নির্বাহী মানু সোহনির নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দলে থাকবেন সংস্থার বাণিজ্যিক প্রধান। চলতি জানুয়ারি মাসের শেষ দিকে তারা ঢাকায় আসবেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘এই মাসের শেষদিকে আইসিসি’র প্রধান নির্বাহী ঢাকায় আসবেন। দুই সদস্যের এই দলে থাকবেন আইসিসি’র বাণিজ্যিক প্রধানও।’ সফরের কারণ সম্পর্কে বিসিবি’র প্রধান নির্বাহী বলেন, ‘আইসিসি’র ইভেন্ট নিয়ে অন্যান্য সদস্য দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে তারা পর্যায়ক্রমে আলোচনা করছেন।
×