ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেনাপ্রধানের সঙ্গে কুয়েতের সহকারী চীফ অব স্টাফের সাক্ষাত

প্রকাশিত: ১১:৪০, ৩১ ডিসেম্বর ২০১৯

সেনাপ্রধানের সঙ্গে কুয়েতের সহকারী চীফ অব স্টাফের সাক্ষাত

কুয়েত সশস্ত্র বাহিনীর সহকারী চীফ অব স্টাফ (অপারেশন এ্যান্ড প্ল্যান) মেজর জেনারেল মোহাম্মদ আল কাদরি সোমবার সেনাবাহিনী সদর দফতরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সাক্ষাত করেন। সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান সুসম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। একই দিনে তিনি বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এএমএমএম আওরঙ্গজেব চৌধুরীর সঙ্গেও সৌজন্য সাক্ষাত করেন। মেজর জেনারেল মোহাম্মদ আল কাদরির নেতৃত্বে কুয়েত সশস্ত্র বাহিনীর পাঁচ সদস্যের একটি দল পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে গত ২৯ ডিসেম্বর ঢাকায় আসেন। প্রতিনিধি দলটি সোমবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতামূলক যৌথ আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সফরকালে তিনি বিমান বাহিনী প্রধান ও সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গেও সাক্ষাত করবেন। এছাড়া, প্রতিনিধি দলটি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এ্যান্ড স্টাফ কলেজ পরিদর্শন করবেন। সফর শেষে প্রতিনিধি দলটি আগামী ২ জানুয়ারি নিজ দেশে প্রত্যাবর্তন করবেন। -আইএসপিআর
×