ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধর্ষককে স্কুল থেকে সাময়িক বহিষ্কার

প্রকাশিত: ১১:৪৩, ২৬ ডিসেম্বর ২০১৯

ধর্ষককে স্কুল থেকে সাময়িক বহিষ্কার

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৫ ডিসেম্বর ॥ শহরের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী সুমনা হককে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেফতারকৃত নবম শ্রেণীর ছাত্র রিয়াজ মাহমুদ কাননকে স্থানীয় সরকারী বালক উচ্চ বিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পিযুষ কান্তি রায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়। তবে সাময়িক বহিষ্কারে অসন্তোষ প্রকাশ করেছেন সুমনার মা, বাবা ও আন্দোলনকারী শিক্ষর্থীরা। তারা রিয়াজের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। স্কুলছাত্রী সুমনা হত্যাকা-ের পর থেকে বিচারের দাবিতে বুধবার ৫ম দিনেও বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনে ঠাকুরগাঁও শহর উত্তাল ছিল। তারা শহরের চৌরাস্তায় প্রায় তিন হাজার সাধারণ মানুষের গণস্বাক্ষর গ্রহণ করে । এর আগে শহরের চৌরাস্তায় অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন, জেলা প্রশাসক ও পুলিশ বরাবর স্মারকলিপি প্রদান, শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন এবং মৌন মিছিল কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। এ সময় সুমনার বাবা ও মা তাদের সঙ্গে ছিলেন। বাল্যবিয়ে রোধে সভা নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৫ ডিসেম্বর ॥ মাদক, সন্ত্রাস, যৌন হয়রানি, বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কলাপাড়ায় পুলিশের আয়োজনে হাজারো নারী-পুরুষের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শেষ বিকেলে কলাপাড়ার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠের এ সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের ডিআইজি বরিশাল মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটার মেয়র আব্দুল বারেক মোল্লা প্রমুখ। মাদকসহ সাবেক ইউপি সদস্য আটক নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৫ ডিসেম্বর ॥ মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ধামইরহাটে ফেনসিডিলসহ এক সাবেক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আহসান হাবিব বাবু ইসবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার। সে ওই ইউনিয়নের ধুরইল গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম হাসান সরদার জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানার এসআই অরূপ কুমার সঙ্গীয় ফোর্সসহ বাদাল চাঁনপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে ৪৭ বোতল ফেনসিডিলসহ সাবেক ইউপি সদস্য আহসান হাবিব বাবুকে আটক করে।
×