ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বগুড়ায় পর্নো ভিডিও বিক্রি করায় গ্রেফতার ১৬

প্রকাশিত: ০৯:১৪, ২৩ ডিসেম্বর ২০১৯

 বগুড়ায় পর্নো ভিডিও  বিক্রি করায় গ্রেফতার ১৬

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় পর্নো ভিডিও বিক্রি ও সংরক্ষণ করায় র‌্যাব রবিবার অভিযান চালিয়ে ১৬ জন পর্নো ভিডিও বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা মোবাইল ফোন ও চিপসের মাধ্যমে পর্নো ভিডিও বিক্রি ও সংক্ষণের ব্যবসা করে আসছিল। ইন্টারনেটসহ বিভিন্নভাবে এসব পর্নো ভিডিও সংগ্রহ করে তরুণসহ বিভিন্ন বয়সের লোকজনের নিকট তারা মোবাইল ফোন ও চিপসসহ পেনড্রাইভে তা বিক্রি করছিল। গ্রেফতারকৃতরা হলো-আরিফুল ইসলাম (২০), মোস্তাফিজার রহমান (২৫), আব্দুল ওয়াহাব (২১), রাসেল হোসেন (২২), সাদেকুর রহমান (২০), রাকিব হোসেন (২০), সামিউল ইসলাম (১৯), মোসাদ্দিকুর রহমান মানিক (২৬), রিপন প্রামাণিক (২০), এনামুলহক (২৩), রাশেদ হোসেন (২২), নুরআলম (২১) সোহাগ ইসলাম (১৯), বাপ্পী হোসেন (২১), জিহাদ হোসেন (২০) ও মেহেদী হাসান (২৮)। র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প জানায়, শহরের কেন্দ্রস্থল সাতমাথা সংলগ্ন সপ্তপর্দী মার্কেটে ছোট ছোট টেবিলে কম্পিউটার বসিয়ে দীর্ঘদিন ধরে এক শ্রেণীর পর্নো ব্যবসায়ী বিভিন্ন বয়সী লোকজনের নিকট ১০ থেকে ৫শ’টাকায় পর্নো ভিডিও বিক্রি করে আসছিল। এতে অনেক তরুণ বিপদগামী হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবের একটি টিম দুপুরে অভিযান চালায় মোট ১৬ জনকে গ্রেফতার করে। অভিযানের সময় অনেক পর্নো ব্যবসায়ী আবার দ্রুত তাদের দোকান বন্ধ করে পালিয়ে যায়। র‌্যাবের অভিযানে ৪৮টি হার্ডডিস্ক, ১৬টি মোবাইল ফোন ও ৩০টি সিমকার্ড জব্দ হয়। র‌্যাব বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ রওশন আলী জানিয়েছেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি বিক্রয় ও সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হচ্ছে। এছাড়া আটক হার্ডডিস্কগুলো পরীক্ষা করে এর সঙ্গে আরও কোন অপরাধমূলক কর্মকা- রয়েছে কিনা তা দেখা হবে।
×