ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২০২২ কাতার বিশ্বকাপ বাছাই

ব্রাজিল-আর্জেন্টিনার মিশন শুরু মার্চে

প্রকাশিত: ১২:০৩, ১৯ ডিসেম্বর ২০১৯

ব্রাজিল-আর্জেন্টিনার মিশন শুরু মার্চে

স্পোর্টস রিপোর্টার ॥ ইতোমধ্যে ২০২২ কাতার বিশ্বকাপ ফুটবলের প্রাক-বাছাইপর্ব শুরু হয়েছে। এখন শুরুর অপেক্ষা মূল বাছাই। ইউরোপের মতো এখনও বাছাইপর্ব শুরু হয়নি দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল)। অবশেষে দক্ষিণ আমেরিকা অঞ্চলের খেলা শুরু হতে যাচ্ছে। আগামী বছরের ২৬ মার্চ থেকে মাঠে গড়াবে ১০ দলের বাছাইপর্ব। বুধবার বাছাইয়ের ড্র সম্পন্ন করেছেন কনমেবল কর্তারা। দক্ষিণ আমেরিকার বাছাইয়ে ১০টি দেশ অংশগ্রহণ করে। এর মধ্যে শীর্ষ চারটি দেশ সরাসরি টিকেট কাটবে কাতার বিশ্বকাপের। আর ৫ম স্থান অর্জনকারী দল খেলবে প্লে-অফ। প্রত্যেক দলই একে অপরের বিরুদ্ধে হোম এবং এ্যাওয়ে ভিত্তিতে ১৮টি করে ম্যাচ খেলতে হবে। আগামী ২৬ মার্চ বাছাইপর্বের প্রথমদিনে মুখোমুখি হবে ব্রাজিল-বলিভিয়া, কলম্বিয়া-ভেনিজুয়েলা, আর্জেন্টিনা-ইকুয়েডর, প্যারাগুয়ে-পেরু ও উরুগুয়ে-চিলি। দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ বলিভিয়া আর ব্রাজিলের প্রতিপক্ষ পেরু। এই রাউন্ডে চিলি খেলবে কলম্বিয়ার বিরুদ্ধে। ইকুয়েডরের বিপক্ষে খেলবে উরুগুয়ে আর ভেনিজুয়েলার প্রতিপক্ষ প্যারাগুয়ে। ষষ্ঠ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ২০২০ সালের ১৩ অক্টোবর পেলের দেশে হবে ম্যাচটি। আর ২০২১ সালের ৭ সেপ্টেম্বর ম্যারাডোনার দেশে হবে ব্রাজিল-আর্জেন্টিনার ফিরতি দ্বৈরথ। তবে বাছাইপর্বে আর্জেন্টিনাকে মিশন শুরু করতে হবে দলের অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই। নিষেধাজ্ঞার কারণে ইকুয়েডরের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারবেন না বার্সিলোনা তারকা। কোপা আমেরিকার সবূশেষ আসরে লালকার্ড দেখায় প্রথম ম্যাচে খেলতে না পারলেও বলিভিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেই খেলতে পারবেন আর্জেন্টিনার অধিনায়ক।
×