ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় সিন্ডিকেটের তিন সদস্য গ্রেফতার

কৃষকদের কার্ড নিয়ে গুদামে ধান বিক্রির চেষ্টা

প্রকাশিত: ১০:৩৮, ১৯ ডিসেম্বর ২০১৯

কৃষকদের কার্ড নিয়ে গুদামে ধান বিক্রির চেষ্টা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়ায় আমন মৌসুমে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে সরকারী ধান সংগ্রহ অভিযানে মধ্যস্বত্বভোগীদের উৎপাত শুরু হয়েছে। মধ্যস্বত্বভোগীরা সিন্ডিকেটের মাধ্যমে নির্বাচিত অনেক কৃষকের কাছ থেকে কৃষিকার্ড নিয়ে সরকারী গুদামে ধান দিচ্ছে। লটারিতে নির্বাচিত কৃষকদের সরাসরি ধান দেয়ার ক্ষেত্রে নানা হয়রানির ভীতির সঙ্গে প্রলোভন দেখিয়ে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের সদস্যরা নির্বাচিত কৃষকদের কৃষিকার্ড ও পরিচয়পত্র তাদের হাতে তুলে দিতে বাধ্য করছে। আর সিন্ডিকেটের সদস্যরা সেই পরিচয়পত্র নিয়ে গুদামে ধান দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে বুধবার বগুড়ার কাহালু উপজেলায় সরকারী খাদ্য গুদামে লটারিতে নির্বাচিত কিছু কৃষকের কার্ড নিয়ে অবৈধভাবে ধান দেয়ার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় ৩ জন ব্যবসায়ীকে ধানসহ গ্রেফতার এবং কারাদণ্ড দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাছুদুর রহমান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অবৈধভাবে কৃষকদের কার্ড নিয়ে সরকারী খাদ্য গুদামে ধান দিতে এসেছিল। গ্রেফতারকৃতরা সিন্ডিকেট সদস্য ও ধান ব্যবসায়ী বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন। এদের ২ মাস থেকে ১৫ দিন পর্যন্ত কারাদ-াদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। এরা হলো রবিউল ইসলাম (৩০), সামসুজ্জোহা খান লাবু (৪৫) ও ইসমাইল হোসেন (৪০)। খাদ্য বিভাগ জানিয়েছে, কৃষকদের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত, ধান সংগ্রহ অভিযানে স্বচ্ছতা, প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে মধ্যস্বত্বভোগীদের হাত থেকে কৃষকদের রক্ষা করতে চলতি আমন মৌসুমে সারাদেশে লটারির মাধ্যমে কৃষক নির্বাচিত করা হয়। উপজেলা ধান চাল সংগ্রহ কমিটি কৃষি বিভাগের কাছ থেকে কৃষকদের তালিকার মাধ্যমে এই লটারি করেন।
×