ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘দক্ষিণ এশিয়ার টেকসই উন্নয়নে চাই আঞ্চলিক সহযোগিতা’

প্রকাশিত: ১১:৩১, ১১ ডিসেম্বর ২০১৯

‘দক্ষিণ এশিয়ার টেকসই উন্নয়নে চাই আঞ্চলিক সহযোগিতা’

জনকণ্ঠ ডেস্ক ॥ দক্ষিণ এশিয়ার দেশগুলোর টেকসই উন্নয়নের জন্য আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন। এ সহযোগিতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক সংলাপে এ মত দেন তারা। ‘দক্ষিণ এশিয়ার টেকসই উন্নয়নের জন্য আঞ্চলিক সহযোগিতা’- শীর্ষক এ সংলাপের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) ও ইউনাইটেড নেশনস ইকোনমিক এ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া এ্যান্ড দ্য প্যাসিফিক (ইউএনএসকাপ)। খবর বাংলানিউজের। বিস মিলনায়তনে আয়োজিত এ সংলাপের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল এ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) মহাসচিব এম শহীদুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন নেপাল সরকারের জাতীয় পরিকল্পনা কমিশনের সহ-সভাপতি ড. পুষ্প রাজ কাদেল। এ সময় আরও বক্তব্য রাখেন বিস মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আবদুর রহমান, ইউএনএসকাপ এশিয়া প্যাসিফিক অফিসের পরিচালক ড. নাগেশ কুমার। বিমসটেক মহাসচিব শহীদুল ইসলাম বলেন, দক্ষিণ ও পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে কানেক্টিভিটি, বাণিজ্য, বিনিয়োগ ইত্যাদি বাড়ানোর লক্ষ্যে কাজ করছে বিমসটেক। বিমসটেক দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়াতে মুক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যেও আমরা কাজ করছি।
×