ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁও মুক্ত দিবস আজ

প্রকাশিত: ০৯:৩০, ৩ ডিসেম্বর ২০১৯

 ঠাকুরগাঁও মুক্ত দিবস আজ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২ ডিসেম্বর ॥ ঠাকুরগাঁও মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা বিজয়ের বীর বেশে ঠাকুরগাঁওয়ে প্রবেশ করেন। স্বদেশের পতাকা উড়িয়ে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ ধ্বনিতে আনন্দ উল্লাস করে এ অঞ্চলের মানুষ। দীর্ঘ ৯ মাস যুদ্ধ শেষে হানাদার মুক্ত হয় ঠাকুরগাঁও। এই দিনে ঠাকুরগাঁও মহকুমায় মুক্তিযোদ্ধাদের মরণপণ লড়াই আর মুক্তিকামী জনগণের দুর্বার প্রতিরোধে পতন হয় পাকিস্তানী বাহিনীর। পাকিস্তানী সেনাদের পতনের পর এ এলাকার সর্বত্রই ছড়িয়ে পড়ে মুক্তির উল্লাস। আনন্দ উদ্বেলিত কণ্ঠে ‘জয়বাংলা’ ধ্বনি আর হাতে প্রিয় স্বদেশের পতাকা নিয়ে ছুটোছুটি করতে থাকেন তরুণ-যুবক সবাই।
×