ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

নিকুঞ্জ থেকে ‘আনসারুল্লাহর ৪ জঙ্গি' গ্রেফতার

প্রকাশিত: ০৩:২২, ১ ডিসেম্বর ২০১৯

নিকুঞ্জ থেকে ‘আনসারুল্লাহর ৪ জঙ্গি' গ্রেফতার

অনলাইন ডেস্ক ॥ রাজধানীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেফতার করার কথা জানিয়েছে র্যাব। র্যাব সদরদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, শনিবার রাতে খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মাসুম মিয়া (৩০), আবু বকর সিদ্দিক ওরফে ইমরান (১৯), রাকিবুল হাসান সিয়াম (১৮) ও আব্দুল্লাহ আল নোমান (২২)। তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট পাওয়া গেছে জানিয়ে মিজানুর রহমান বলেন, গ্রেফতারদের বিষয়ে পরে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
×