ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আধুনিক নগর হবে চট্টগ্রাম ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৯:৩৬, ২৭ নভেম্বর ২০১৯

আধুনিক নগর হবে চট্টগ্রাম ॥ চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, চট্টগ্রাম হবে নিরাপদ ও বাসযোগ্য আধুনিক সুযোগ সুবিধার নগর। নাগরিকরা জাতি-ধর্ম নির্বিশেষে সঙ্কীর্ণতার উর্ধে উঠে সহযোগী হলে প্রত্যাশিত নগর গড়া সম্ভব হবে। এক্ষেত্রে সকলকেই নাগরিক দায়িত্ব পালন করতে হবে। মঙ্গলবার দুপুরে নগরীর ফিরিঙ্গীবাজার এলাকায় ডাঃ জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক কলেজের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। চসিক মেয়র বলেন, চট্টগ্রাম আমাদের প্রিয় নগর। আমাদের মধ্যে ধর্মীয় পরিচয়ে ভিন্নতা, মতাদর্শগত ভিন্নতা থাকতে পারে। কিন্তু যারা বসবাস করছি তাদের সকলকে ভাবতে হবে এ চট্টগ্রাম আমার শহর। এক্ষেত্রে অভিন্ন চিন্তা থাকা উচিত। শুধু সিটি কর্পোরেশন বা সরকারী উদ্যোগে প্রত্যাশিত নগরী সম্ভব নয়। সকলকে সঙ্কীর্ণতার উর্ধে উঠে সহযোগীর মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, অন্য যে কোন সময়ের তুলনায় চসিক এখন অনেক বেশি উন্নয়নমূলক কাজ করছে। প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনকে প্রকল্প সহায়তা দিচ্ছেন বলেই তা সম্ভব হয়েছে। সকলের সহযোগিতায় আধুনিক সুযোগ সুবিধার একটি বাসযোগ্য নগর হবে এই চট্টগ্রাম। অধ্যক্ষ ডাঃ নুরুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার কাম সেক্রেটারি ডাঃ জাহাঙ্গীর আলম, সাংবাদিক ইস্কান্দার আলী চৌধুরী, হোমিওপ্যাথি বোর্ডের সদস্য ডাঃ আতাহার আলী, ডাঃ কায়েম উদ্দিন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, লুৎফুন্নেসা দোভাষ বেবী, আওয়ামী লীগ নেতা স্বপন কুমার মজুমদার প্রমুখ।
×