ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শেষ আটে হেরে গেলেন রোমান সানারা!

প্রকাশিত: ০৮:৪৮, ২৬ নভেম্বর ২০১৯

 শেষ আটে হেরে গেলেন রোমান সানারা!

স্পোর্টস রিপোর্টার ॥ থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার আসরের চতুর্থ দিনে রিকার্ভ পুরুষ বিভাগে দলগত ইভেন্টে বাংলাদেশ (রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেল) ১/১২ খেলায় বাই পেয়েছেন। প্রি-কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ৫-৪ সেট পয়েন্টে ভিয়েতনামকে হারিয়ে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ৫-১ সেট পয়েন্টে ওয়ার্ল্ড আরচ্যারি ফেডারেশনের কাছে হেরে যায়। রিকার্ভ মহিলা বিভাগে দলগত ইভেন্টে বাংলাদেশ (মেহনাজ আক্তার মনিরা, বিউটি রায় ও ইতি খাতুন) প্রি-কোয়ার্টার ফাইনালে ৫-১ সেট পয়েন্টে চাইনিজ তাইপের কাছে, কম্পাউন্ড পুরুষ বিভাগে দলগত ইভেন্টে বাংলাদেশ (অসীম কুমার দাস, সোহেল রানা ও মোহাম্মদ আশিকুজ্জামান) প্রি-কোয়ার্টার ফাইনালে ২৩০-২২৭ স্কোরের ব্যবধানে থাইল্যান্ডের কাছে এবং কম্পাউন্ড মহিলা বিভাগে দলগত ইভেন্টে বাংলাদেশ (সুস্মিতা বণিক, বন্যা আক্তার ও শ্যামলী রায়) প্রি-কোয়ার্টার ফাইনালে ২১৮-২১৭ স্কোরের ব্যবধানে ফিলিপাইনের কাছে হেরে যায়। আগামী ২৮ নভেম্বর বাংলাদেশ মহিলা রিকার্ভ আরচ্যাীি দল কন্টিনেন্টাল কোয়ালিফিকেশন টুর্নামেন্ট ফর টোকিও ২০২০ অলিম্পিক গেমসের যোগ্যতা অর্জনের লক্ষ্যে দলগত ইভেন্টে মেহনাজ আক্তার মনিরা, বিউটি রায় ও ইতি খাতুন অংশগ্রহণ করবেন। এই চ্যাম্পিয়নশিপ থেকে রিকার্ভ মহিলা বিভাগের একটি দল টোকিও ২০২০ অলিম্পিক গেমসে সরাসরি অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবে।
×