ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গোপন বৈঠকের সময় নওগাঁয় ৯ শিবির নেতাকর্মী গ্রেফতার

প্রকাশিত: ০৪:৫২, ২৬ নভেম্বর ২০১৯

গোপন বৈঠকের সময় নওগাঁয় ৯ শিবির নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর আলহেরা আন-নূর ফোরকানিয়া মক্তবে অভিযান চালিয়ে ৯ শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১টায় জেলা পুলিশের বিশেষ শাখা আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর মডেল থানা পুলিশ ও পত্নীতলা থানা পুলিশ যৌথভাবে বিশেষ অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যা ৭টায় ওই মক্তবে গোপন বৈঠক করার সময় তাদের গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে, ২৭ নবেম্বর হলি আর্টিজন মামলার রায়কে বানচাল করার জন্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং সন্ত্রাসী কার্যকলাপ সংঘটনের উদ্দেশ্যে জামায়াত-শিবির নেতাকর্মীরা নওগাঁ সদর থানা ছাত্র শিবিরের সেক্রেটারী পতœীতলা উপজেলার কাঁটাবাড়ি গ্রামের মোঃ শরিফ উদ্দিনের পুত্র মোঃ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এই গোপন বৈঠক করছিল। এই সংবাদের ভিত্তিতে নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার নির্দেশে পরিচালিত এই অভিযানে উক্ত আব্দুল্লাহ আল মামুনসহ পত্নীতলা ছাত্র শিবিরের সভাপতি ধামইরহাট উপজেলার খেলনা গ্রামের ওসমান আলীর পুত্র মোঃ রেজোয়ান (২৮), ছাত্র শিবির সদস্য ধামইরহাট উপজেলার চকমহেষ গ্রামের মোঃ কছিম উদ্দিনের পুত্র মোঃ আনছার আলী (২০),পত্নীতলা উপজেলার পাটিচরা গ্রামের মোঃ বুলবুল হোসেনের পুত্র মোঃ সাব্বির হোসেন (২৩), বদলগাছি উপজেলার বাদ জামগ্রাম গ্রামের আবুল হোসেনের পুত্র মোঃ মোত্তাকিন হোসেন (২২), হাসেনবেগপুর পশ্চিমপাড়ার সাইদুর রহমানের পুত্র মোক্তাদির রহমান ( ২৪),একই গ্রামের মোঃ শামসুল আলমের পুত্র মোঃ রাসেল রেজা (১৯), খোজাগাড়ি পাহাড়পুর গ্রামের শামসুল অফালমের পুত্র মোঃ হোসেন আলী (২৭)এবং পোরশা উপজেলার নিতপুর কাপালির মোড় এলাকার মোঃ ইব্রাহীমের পুত্র মোঃ ইয়ামিন (২০)। এ ব্যপারে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
×