ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জুভেন্টাসের সহজ জয়

প্রকাশিত: ০৯:৪৪, ২৫ নভেম্বর ২০১৯

  জুভেন্টাসের সহজ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি’এ লীগে প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে জুভেন্টাস। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা এদিন ৩-১ গোলে পরাজিত করেছে আটালান্টাকে। এই ম্যাচে ছিলেন জুভদের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তবে সিআর সেভেনের অভাব বুঝতে দেননি গঞ্জালো হিগুয়েইন আর পাওলো দিবালা। আটালান্টার বিপক্ষে একাই দুই গোল করেন হিগুয়েইন। বাকি গোলটি আসে দিবালার পা থেকে। শনিবার রাতে জুভেন্টাসকে আতিথ্য দেয় আটালান্টা। তবে দুই দলই সমানতালে লড়ে যায় এদিন। আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচের ৫৬ মিনিটে প্রথম গোল করেন আটালান্টার ডিফেন্ডার রবিন গোসেনস। পিছিয়ে পড়ে আক্রমণের ধার আরও বাড়ায় জুভেন্টাস। তার ফলও পেয়ে যায় দলটি। মাত্র ৮ মিনিটের ব্যবধানেই স্বাগতিকদের জালে দুইবার বল জড়ায় সফরকারীরা। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে গোল করে সমতায় ফেরান গঞ্জালো হিগুয়েইন। এরপর ৮২ মিনিটে আবারও গোল করে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফুটবলের এই তারকা ফরওয়ার্ড। ম্যাচের অতিরিক্ত সময়ে আটালান্টার জালে শেষ পেরেকটি ঠুকে দেন পাওলো দিবালা। এর ফলে ৩-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মাউরিসিও সারির দল। এই জয়ের ফলে ইতালিয়ান সিরি’এ লীগের শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছে জুভেন্টাস। মৌসুমের প্রথম ১৩ ম্যাচ খেলে এখনও কোন পরাজয় দেখেনি বর্তমান চ্যাম্পিয়নরা। এই সময়ে ১১ ম্যাচ জয়ের পাশাপাশি তারা ড্র করেছে বাকি ২ ম্যাচে। ৩৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তুরিনের ওল্ড লেডিরা। আটালানটা নেমে গেছে লীগ টেবিলের ছয়ে। সমানসংখ্যক ম্যাচ থেকে তাদের দখলে ২২ পয়েন্ট। শনিবার জুভেন্টাস ছাড়াও জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মিলান। এদিন তারা ৩-০ গোলে বিধ্বস্ত করেছে তোরিনোকে। এর ফলে জুভেন্টাসের সমানসংখ্যক ম্যাচ থেকে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মিলান। এছাড়া এসি মিলান নিজেদের মাঠে ১-১ ব্যবধানে ড্র করেছে নেপোলির সঙ্গে। সিরি’এ লীগে এখন রাজত্ব চলছে জুভেন্টাসের। ক্রিস্টিয়ানো রোনাল্ডো দলটিতে যোগ দেয়ায় সেই অবস্থানটা আরও পাকাপোক্ত হয়েছে। সিআর সেভেনকে রিয়াল মাদ্রিদ থেকে তুরিনে উড়িয়ে নিয়ে আসার পেছনে জুভেন্টাসের লক্ষ্য ছিল একটাই-ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব। সেটা এবার না হলে প্রয়োজনে তাকে বিক্রিও করে দিতে পারে ক্লাবটি। আর সেটা হলে তুরিন ছেড়ে সিআর সেভেন ওল্ডট্র্যাফোর্ডে পাড়ি জমাতে পারেন বলেন দাবি করেছেন স্প্যানিশ বিশেষজ্ঞ এডুয়ার্ডো ইন্ডা। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে এই দাবি করেন তিনি।
×