ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হংকংয়ে অচলাবস্থা অব্যাহত

প্রকাশিত: ০৯:১১, ২২ নভেম্বর ২০১৯

হংকংয়ে অচলাবস্থা অব্যাহত

হংকং বিশ্ববিদ্যালয়গুলোর অচলাবস্থা অব্যাহত রয়েছে। সেখানে চীনা নীতিবিরোধী কট্টর বিক্ষোভকারীরা বৃহস্পতিবারও অবরুদ্ধ অবস্থায় ছিল। মার্কিন প্রশাসন সম্প্রতি হংকং বিক্ষোভকারীদের পক্ষে সিনেটে একটি বিল পাস করলেও পরিস্থিতির উত্তরণ ঘটেনি। খবর এএফপির। মঙ্গলবার মার্কিন সিনেটে হংকংয়ের চীনবিরোধী বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে বিল পাসে বেজিং-ওয়াশিংটন সম্পর্ককে আরও তিক্ত করবে বলে মনে করা হচ্ছে। মার্কিন সিনেটে ‘হংকং হিউম্যান রাইটস এ্যান্ড ডেমোক্রেসি এ্যাক্ট’ নামের বিলটি পাস হওয়ার পর বেজিং এখনও কোন মন্তব্য করেনি। এই বিলে হংকংয়ের জনগণের গণতান্ত্রিক উচ্চাকাক্সক্ষার প্রতি শক্ত সমর্থন জানিয়েছে মার্কিন সিনেট। অবশ্য চীন বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বিলটিতে স্বাক্ষর দিয়ে এটি আইনে পরিণত করলে এর পরিণতি ভাল হবে না। বৃহস্পতিবার চীনের সরকার নিয়ন্ত্রিত এক গণমাধ্যমের খবরে বলা হয়, এই ধরনের বিল হংকং বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিরোধ করার চীনা পদক্ষেপকে ঠেকাতে পারবে না। অবশ্য কেউ কেউ বলছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ওয়াশিংটন-বেজিং সম্পর্কের মধ্যে আরও দূরত্ব তৈরি করবে। চীনের গ্লোবাল টাইমস পত্রিকার অপর এক খবরে বলা হয়েছে, চীন যদি যুক্তরাষ্ট্রের এই বিলকে বেশি গুরুত্ব দিয়ে হংকং বিক্ষোভ প্রতিরোধের নীতি থেকে সরে আসে তাহলে বিশ্ব অর্থনীতির অন্যতম প্রাণ কেন্দ্র হংকং একেবারে বিপর্যস্ত হয়ে পড়বে। বৃহস্পতিবার হংকং পুঁজিবাজারের সূচক কমে যায়। মার্কিন সিনেটে পাস হওয়ার পর নিয়ম অনুযায়ী বিলটি এখন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে যাবে।
×