ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুদকের মামলায় সম্রাট ৬ দিনের রিমান্ডে

প্রকাশিত: ১০:৪১, ১৮ নভেম্বর ২০১৯

 দুদকের মামলায় সম্রাট ৬ দিনের রিমান্ডে

কোর্ট রিপোর্টার ॥ দুর্নীতি দমন কমিশনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ কেএম ইমরুল কায়েশ এ রিমান্ডের আদেশ দেন। অবৈধ সম্পদ অর্জনের ওই মামলায় সাতদিনের রিমান্ড আবেদন করে দুদক কর্মকর্তা। গত ১২ নবেম্বর দুদক উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। মামলায় সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়। গত ৬ অক্টোবর কুমিল্লা থেকে উভয় আসামিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সম্রাট জিজ্ঞাসাদের কাছে অস্ত্র ও মাদক আছে বলে জানায়। পরে তার রাজধানীর কাকরাইলস্থ ভূইয়া ম্যানশন অফিস ও বাসার বেড রুমের বিছানার নিচ থেকে তার দেখানো মতে একটি অবৈধ ৭ দশমিক ৬৫ বোরের বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ২টি লাঠি এবং রুমের ভেতরে একটি লাগেজ থেকে ১৯ বোতল বিদেশী মদ, ১ হাজার ১৬০ ট্যাবলেট, ৪ প্যাকেট তাস উদ্ধার হয়।
×