ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কলাপাড়ায় ঘুর্ণিঝড় বুলবুলের প্রভাবে জোয়ারের পানিতে ১০ গ্রাম প্লাবিত

প্রকাশিত: ০৭:৫৩, ৯ নভেম্বর ২০১৯

কলাপাড়ায়  ঘুর্ণিঝড় বুলবুলের প্রভাবে  জোয়ারের পানিতে  ১০ গ্রাম প্লাবিত

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ প্রবল ঘুর্ণিঝড়ের প্রভাবে শনিবার সন্ধ্যার পরে কলাপাড়ার উপকূলজুড়ে অস্বাভাবিক জোয়ারের প্লাবন শুরু হয়েছে। এই জোয়ারে লালুয়ার অন্তত সাত কিলোমিটার বিধ্বস্ত বেড়িবাঁধ এলাকার নয় গ্রামের মানুষের বাড়িঘরে জনপদে পানি প্রবেশ করেছে। যদিও এসব বাড়িঘরের অধিকাংশ মানুষ এখন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। ইউএনও মো. মুনিবুর রহমান জানান, ওই এলাকায় পর্যাপ্ত শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। চৌধুরীপাড়ার বাসীন্দা কুলসুম বেগম জানান, তারা একটি টিনশেড বড় ঘরে আশ্রয় নিয়েছেন। তবে গ্রামের অধিকাংশ মানুষ চারিপাড়া আশ্রয় কেন্দ্রে গিয়েছে। চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ^াস জানান, সন্ধ্যার পরে জোয়ার শুরু হয়েছে, বেড়িবাঁধ ভাঙ্গা থাকায় প্রবলবেগে পানি চারিপাড়া, চৌধুরীপাড়া, ছোট পাঁচ নং, বড় পাঁচ নং, বানাতিপাড়া, ধঞ্জুপাড়া, নয়াকাটা, মুন্সীপাড়া, ১১ নং হাওলা গ্রামে জোয়ারের পানি প্রবেশ করেছে। চেয়ারম্যান জানান, তাঁর ইউনিয়নে বাঁধ ভাঙ্গা থাকায় চরম ঝুকিতে রয়েছে কৃষকসহ সাধারণ মানুষ। ওই ইউনিয়নের ১০টি আশ্রয়কেন্দ্রে অন্তত পাঁচ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। একইভাবে চম্পাপুরের দেবপুর এলাকায় বাঁধ ভাঙ্গা থাকায় জোয়ারের পানি প্রবেশ করতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান জানান, চারিপাড়ার সাত কিলোমিটার বিধ্বস্ত বেড়িবাঁধ তারা মেরামত করতে পারছেন না। কারণ ওই এলাকায় পায়রা বন্দর কর্তৃপক্ষ অধিগ্রহণ করেছে।
×